যে ১০টি কারণে আপনি আসলে মানুষ না, বাঘ

১৪৮৯ পঠিত ... ১৭:৫১, জুলাই ২৯, ২০২০

বাঙালিদের প্রায়ই টাইগার হিসেবে অভিহিত করা হয়। কিন্তু আপনার ভেতরে রয়েছে কতটুকু 'বাঘত্ব'? নিজেই যাচাই করুন!

 

১# মাংস ছাড়া আপনি খেতেই পারেন না। মাছ? সে তো বিড়ালও খায়!

২# লোভনীয় খাদ্যগুলো বেশিরভাগ সময়েই আপনি হাতের নাগালে পান না।

৩# বাঘের মতো আপনারও একখান দশাসই গোঁফ আছে।

৪# বাংলাদেশ ক্রিকেট দলের আপনি একজন ফ্যানাটিক লেভেলের ফ্যান।

৫# আপনি যখন একবার গর্জে ওঠেন, সারা এলাকা ঠাণ্ডা মেরে যায়!

৬# খুব সহজে কেউ আপনার ধারেকাছে ঘেঁষতে চায় না।

৭# বাঘের পকেটে যেমন টাকাপয়সা থাকে না, আপনার পকেটেও থাকে না।

৮# শিকারির অত্যাচারে বাঘের জীবন যেমন অতিষ্ঠ, পাওনাদারের যন্ত্রনায় আপনার জীবনও তেমনি ঝালাপালা।

৯# আরাম আয়েশ আর হম্বিতম্বি করেই আপনার জীবনের বেশিরভাগ সময় কেটে যায়।

১০# বাঘের সংখ্যা যেমন দিনে দিনে কমে আসছে, তেমনি আপনার মতো ভালোমানুষের সংখ্যাও আর আগের মতো নাই!

১৪৮৯ পঠিত ... ১৭:৫১, জুলাই ২৯, ২০২০

Top