অনলাইন টক শো হোস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে যে ১০টি যোগ্যতার প্রয়োজন

১০১৯ পঠিত ... ১২:৪৬, জুলাই ২৭, ২০২০

অনলাইন টক শো এখন হালজমানার নতুন ক্রেজ। ঘরে বসেই (এমনকি গাছের উপর বসেও) আপনি চাইলে অনলাইন টক শো হস্ট করতে পারবেন। এজন্য আপনার লাগবে জুম, রুম কিংবা যেকোনো ভিডিও কনফারেন্স কল করা যায় এমন ফোন। এবং সেই সাথে একটি 'খোমা', যা আপনি পুরো শো জুড়ে দেখাবেন। তবে কাজটি সিম্পল হলেও কিন্তু অত সহজও নয়। তাই শিখতে হবে কিছু নিয়মকানুন। নিচের টিপসগুলো সেক্ষেত্রে অবশ্যই মেনে চলতে পারেন...

১. প্রথমেই আপনাকে ধৈর্য্যশীল হতে হবে। লাইভ শুরু হওয়ার পর দর্শকদের জন্য ওয়েট করার মানসিকতা থাকতে হবে। ধুপধাপ এসেই অতিথিকে প্রশ্ন করবেন না।

২. 'আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনছেন? আমি শুনতে পাচ্ছি...' বারবার এগুলো বলার প্র্যাকটিস করুন। একজন সফল হোস্ট হতে হলে এগুলা অনেকবার বলতে হবে।

৩. যেকোনো পরিস্থিতিতে যেকোনো বিষয়ে জেনে কিংবা না জেনে কথা চালিয়ে যাওয়ার দক্ষতা অর্জন করুন। যদি কোনো গেস্ট ঠিকমতো কথা না বলে, তাহলে আপনাকেই বাকিটা টেনে নিতে হবে।

৪. লাইভে দ্রুত কমেন্ট বাছাই করে পড়ার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ, গালাগালি এড়িয়ে শুধুমাত্র স্বাভাবিক কমেন্টগুলাই পড়তে হবে৷

৫. গেস্টকে এমন কিছু প্রশ্ন করতে হবে যেগুলোর উত্তর গেস্ট জানেন না। তখন তিনি আমতা আমতা করে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিতে চেষ্টা করবেন। ফলে, অনুষ্ঠান টেনে নিয়ে যাওয়া যাবে অনেক্ষণ।

৬ সব সময় অতিথি বাদেও অন্য একজনকে রেডি রাখতে হবে। যেন অনুষ্ঠান চলাকালে অতিথির নেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে অপশনাল কাউকে হাজির করা যায়।

৭. র‍্যাপিড ফায়ার অংশে স্ক্রিপ্টের বাইরে গিয়ে বিব্রতকর প্রশ্ন করার দক্ষতা থাকতে হবে৷ মনে রাখবেন, আপনি যত বিব্রতকর প্রশ্ন করবেন, আপনার অনুষ্ঠান তত হিট!

৮. দর্শকরা গেস্টের ব্যাপারে কিছু জানতে না চাইলেও আপনাকে বার বার বলতে হবে, 'আমাদের অডিয়েন্সরা আপনার এই ব্যাপারটা জানতে খুব আগ্রহী।'

৯. আপনার সামনে কিছু কবিতার লাইন কাগজে লিখে রাখুন৷ উপস্থাপনার মাঝে সেগুলো ঢুকিয়ে দিতে পারলে দর্শক ব্যাপারটা খাবে, অর্থাৎ পজিটিভলি গ্রহণ করবে।

১০. অনুষ্ঠান শেষ হওয়ার আধা ঘন্টা আগে থেকেই বলতে হবে 'আমাদের হাতে আর একদমই সময় নেই'। এটা বার বার বলতে হবে। ফলে অনুষ্ঠান শেষ ভেবে দর্শক মনে মনে খুশি হবে। তারা শেষ দেখার জন্য আগ্রহী হয়ে বসে থাকবে।

১০১৯ পঠিত ... ১২:৪৬, জুলাই ২৭, ২০২০

Top