বিয়ের বয়স হলেও পরিচিত কেউ বিয়ে না করলে আপনার ১০টি করণীয়

২৬২২ পঠিত ... ২০:১৩, জুলাই ২৩, ২০২০
কী? আশেপাশে কোন ছেলে বা মেয়ে বিয়ে না করে বসে আছে আর আপনি এখানে বসে আঙুল চুষছেন? আপনার ওপর কত কত দায়িত্ব এখন জানেন? চট করে দেখে নিন বিয়ের বয়স হলেও পরিচিত কেউ বিয়ে না করলে আপনার ১০টি করণীয় 
 
 
১# প্রথমে একটু দায়িত্বশীলতা দেখান। বিষয়টা মা-বাবাকে অবগত করান। মনে রাখবেন, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার আগ পর্যন্ত তারা বুঝতেই পারবে না তাদের ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৬ হয়ে গেছে।
 
২# বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিং-এ অবিবাহিত ছেলেমেয়েদের দিকে নজর দিন। কোন ছেলের জন্য কোন মেয়ে, কোন মেয়ের জন্য কোন ছেলেকে আপনি ভেবে রেখেছেন সেসব বাবা-মাকে জানান। মনে রাখবেন, সন্তান যারই হোক, বিয়ে দিয়ে দেয়ার দায়িত্ব শুধুই আপনার।
 
৩# এতেও কাজ না হলে, আপনার দূর সম্পর্কের খালাতো বোনের ননদের ভাসুরের ছেলের শালা/শালী যারা আছে সবার ডিটেইলস নিয়ে হাজির হোন। দিনে দুইবার করে বিবাহ উপযুক্ত সন্তানের বাবা-মার কাছে এদের গুণগান গাইতে থাকুন।
 
৪# বাবা-মাকে গিয়ে বলুন 'সন্তানকে দেখেশুনে বিয়ে করানো মনে হয় আপনার ভাগ্যে নাই। বেশি লাই দিলে যাকে তাকে বিয়ে করে ফেলবে কিন্তু' এবং যাকে তাকে বিয়ে করলে যে আপনি তাদেরকে ত্যাজ্যআত্মীয় করবেন তাও জানিয়ে দিন।
অনেক হয়েছে, এবার আর দায়িত্বশীলতা দেখানো কাজ নাই। ডাইরেক্ট অ্যাকশনে যান। নইলে বেয়াদবগুলো বুঝবে না।
 
৫# পরিচিত মহলে বাবা-মা যে লোভী তা ছড়িয়ে দিন। বলুন, 'মেয়ের ইনকাম খাওয়ার জন্য মেয়েটাকে বিয়ে দিচ্ছে না। লোভী কোথাকার' ছেলের ক্ষেত্রে বলুন 'বিয়ে করলে ইনকাম ভাগ হয়ে যাবে না! সেজন্য..এমন বাবা-মা জীবনেও দেখিনি।'
 
৬# 'যাইয়া দেখেন, বিয়ে করে ফেলছে, বাচ্চাও আছে। বাপ-মাকে শোনায় নাই। বেয়াদব ছেলে' প্রথমে বিবাহ উপযুক্ত সন্তানের বাবা-মার কাছে এমন তথ্য নিয়ে হাজির হোন। কাজ না হলে পরিচিত মহলে ছড়িয়ে দিন।
 
৭# বাসার আশেপাশে কোন ছেলে দেখলেই ভাবুন, এই ছেলে আপনার পাশের ফ্ল্যাটের মেয়ের সাথে টাংকি মারার জন্য আসছে। এমনকি সবজিওয়ালাকেও এমন সন্দেহ থেকে বাদ দিবেন না। এরপর বাবা-মাকে গিয়ে বলুন, লক্ষন কিন্তু ভালো না। প্রতিদিন ৩০০ ছেলে বাসার সামনে ঘুরঘুর করে। মান সম্মান খাওয়ার আগে মেয়ে বিয়ে দাও।'
 
৮# পরিচিত মহলে ছড়িয়ে দিন, 'বিয়ে দিবে কোথা থেকে, আসলে কেউ বিয়ে করতে চাচ্ছে না তাকে' আপনি নিজে যে ৩২০ টা সম্মন্ধ এনেছেন এবং সবাই যে মেয়ে-ছেলেকে দেখে রিজেক্ট করছে তাও মনে করিয়ে দিন।
 
৯# এবার চরিত্রে অ্যাটাক করুন। ছেলে-মেয়ের চরিত্র খারাপ, এখানে সেখানে অন্য ছেলেমেয়ের সাথে ঘুরে বেড়ায়, বোর্ডিং-এ যায় এসব তথ্য আত্মীয়স্বজনকে দিতে থাকুন। প্রয়োজনে মেয়ে কতবার মিসকারেজ করিয়েছে তাও বলুন।
 
১০# হাতে আর কোন অপশন নাই। বিবাহ উপযুক্ত বাপ-মাকে গিয়ে বলুন, ছেলে-মেয়ের ১ সপ্তাহের মধ্যে বিয়ে না দিলে, তুলে নিয়ে আমিই বিয়ে করে ফেলবো' এবং থ্রেটের পর বাপ-মা বিয়ে করাবে শিওর থাকেন।
২৬২২ পঠিত ... ২০:১৩, জুলাই ২৩, ২০২০

Top