লুঙির যে ১০টি বিস্ময়কর সুবিধা আপনি দুনিয়ার অন্য কোনো পোশাকেই পাবেন না

৯০১ পঠিত ... ১৫:৪৭, জুলাই ২২, ২০২০

বাঙ্গাল মুলুকে, এমনকি পুরো দক্ষিণ এশিয়ায় লুঙি এক বিস্ময়কর পোশাক। আরামদায়ক পোশাক হিসেবে লুঙির সাথে ফাইট দেয়ার সাহসও কারো হবে না মনে হয়। নিজের বিস্ময়কর সব ফিচার দিয়ে ইতোমধ্যে পাশ্চাত্যেও লুঙি বিস্ময় জাগিয়েছে। এই লুঙি পরেই আরামের পাশাপাশি প্রতিদিন আপনি নানাবিধ এক্সক্লুসিভ সুযোগ সুবিধা পাচ্ছেন। কোনদিন হয়তো ভেবেই দেখেননি...

১# ভ্যান্টিলেশন ব্যবস্থা ভালো। নির্বিঘ্নে বাতাস আসা যাওয়া করতে পারে। অদূর ভবিষ্যতে মেডিকেল সায়েন্সে ভ্যান্টিলেটরে বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

২# ইউজার ফ্রেন্ডলি। বিশেষ করে অতিরিক্ত প্রাকৃতিক চাপের ক্ষেত্রে। যেখানে সেখানে সবচেয়ে কম সময়ে প্রস্তুত হওয়া যায়।

৩# টাওয়েল, টিস্যুর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এমনকি পাতিল ধরার ন্যাকড়া না পেলে পরনের লুঙ্গি দিয়েই ধরা যায়।

৪# ফিটিংয়ের ঝামেলা নেই। যেকোন মাপের কোমরের জন্য উপযুক্ত। এক লুঙিতে পুরো পরিবার, পুরো ফ্রেন্ড সার্কেল!

৫# গোসলের সময় ভালোভাবে গা পরিস্কারের কাজে ব্যবহার করা যায়। এমনকি ভেজা গা মোছার কাজেও।

৬# প্রকাশ্যে ড্রেস চেঞ্জ করার জন্য লুঙির খ্যাতি বিশ্বজোড়া। ট্যুরে যেকোন একজন একটা লুঙি নিলেই হয়, ওটা দিয়ে সবাই কাজ সারাতে পারে।

৭# রাস্তায় জলাবদ্ধতা থাকলে লুঙিকে প্রয়োজনমতো উপরে তোলা যায়। ভেজার কোন সম্ভাবনাই নেই। বিশ্বাস করুন, একদম যতটুকু প্রয়োজন ততটুকু তুলতে পারবেন।

৮# চাইলে ফুল, না চাইলে হাফ এমনকি কাঁছা মারলে শর্টসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়!

৯# পরতে বা খুলতে কোন ঝামেলা নেই। অতি তাড়াহুড়ায় চেইন বিশেষ জায়গায় আটকে যাবে- এমন সম্ভাবনা একদম নেই।

১০# যেখানে সেখানে উত্তেজিত হয়ে গেলে, সে উত্তেজনাকে লোকচক্ষুর আড়ালে রাখতে লুঙির কোন বিকল্প নেই।

৯০১ পঠিত ... ১৫:৪৭, জুলাই ২২, ২০২০

Top