ইভ্যালিতে যে ১০টি জিনিস কখনোই অর্ডার করবেন না

৪৭৬১ পঠিত ... ১৬:২৯, জুলাই ১৯, ২০২০

দেশের বিখ্যাত অনলাইনশপ ইভ্যালি। নিজেদের সেবা দিয়ে যারা সবচেয়ে বেশি সময় ধরে আলোচনায় থাকেন, সবচেয়ে বেশি সময় ধরে আমাদের চিন্তায়, ভাবনায়ও থাকেন। তাদের কাছে একবার কোন কিছু অর্ডার করলে তাদেরকে ভুলে যাওয়ার কোন সম্ভাবনা নাই। বরং আদৌ কী অর্ডার দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, পণ্য হাতে পাইতে পাইতে সেটা ভুলে যেতে পারেন। কথিত আছে, ইভ্যালিতে কোন কিছু অর্ডার করলে দ্বিগুণ টাকা পে করতে হয়। একবার পণ্যের দাম, আরেকবার 'পণ্য কবে আসবে' তা জানার জন্য ফোন বিল।

তো, ইভ্যালির এমন কচ্ছপ গতির ডেলিভারি জনিত সমস্যা এড়াতে কিসব পণ্য আপনি তাদের কাছে অর্ডার করবেন না, ইভ্যালিতে পণ্য অর্ডার করে পস্তাতে পস্তাতে তা ভেবে বের করেছে eআরকির আইডিয়াবাজের দল।

১# কনডম/জন্ম নিরোধক পিল শুধু যথেষ্ট ধৈর্য থাকলেই অর্ডার করুন। এফ-ভ্যালি যতদিনে ডেলিভারি দিবে ততদিনে আপনি বাবা/মা হয়ে যাবেন। বেঁচে থাকলে আপনার সন্তানের ফুলসজ্জার আগে তার হাতে কনডম/পিল তুলে দিয়ে একজন সচেতন অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবেন।

২# বেবি ডায়াপার অর্ডার করতে পারেন সারভাইভাল স্কিল ডেভোলপমেন্টের জন্য। ডায়াপার আসতে আসতে আপনার সন্তানের ইউরিন রিসাইকেল করে বিশুদ্ধিকরণের স্কিল আয়ত্ব করে ফেলতে পারবেন।

৩# কবির সিং না হতে চাইলে শেভিং ক্রিম বা রেজার অর্ডার না করাই উত্তম। অবশ্য অর্ডার করলে ভালো, কবির সিং হয়ে গেলে লস কী, মেয়েরা তো পছন্দই করে লোকটারে...

৪# মাস্ক অর্ডার না করে করোনার ভ্যাকসিন অর্ডার করে রাখতে পারেন। তাও সময় মতো আসবে কি না ঠিক নেই। এক্ষেত্রে করোনা পরবর্তী কোন মহামারির ভ্যাকসিন অর্ডার করে রাখলে সেইফ।

৫# যদি আসলেই ক্রাশকে পটানোর মনোবাসনা থাকে, তাহলে ক্রাশের জন্য কোনো গিফট অর্ডার না করাই উত্তম। ডেলিভারি দিতে দিতে ক্রাশের একটা বাচ্চা থাকবে। এরপর সেই গিফট বিক্রি করে ক্রাশের বাচ্চার জন্য চকলেট, চিপস কেনা লাগবে।

৬# আন্ডারগার্মেন্টস ভুলেও অর্ডার করবেন না। যতদিনে ডেলিভারি দিবে, ততদিনে আপনার শারীরিক পরিবর্তন হয়ে যাবে। আন্ডারগার্মেন্টেসের ক্ষেত্রে কিন্তু সাইজ ম্যাটার্স...

৭# শুধু হেয়ার জেল বা হেয়ার কালার না, চুল সংক্রান্ত কোন পণ্য অর্ডার না করাই ভালো। কবে আসবে, কবে আসবে-এই চিন্তায় ততদিনে মাথায় চুলই থাকবে না।

৮# ব্যাকবেঞ্চার হলে একাডেমিক বই অর্ডার করুন, যেহেতু যতদিন পরেই আসুক সমস্যা নাই। অন্তত পরীক্ষায় ফেল করলে অজুহাত হিসেবে স্যারকে বলতে পারবেন 'স্যার কোর্সের শুরুতেই এফ-ভ্যালিতে বই অর্ডার করছিলাম'। আশা করি স্যার মেনে নিবেন...

৯# সিগারেট যদি খেতে চান, তাহলে ইভ্যালিকে 'না' বলুন। কিন্তু সিগারেট ছাড়তে চাইলে ইভ্যালিতেই অর্ডার করুন। জানেনই তো, তারা যতদিনে ডেলিভারি দিবে ততদিনে আপনি ননস্মোমার হয়ে যাবেন। ভুলেই যাবেন, একসময় স্মোকার ছিলেন।

১০# মোবাইলও অর্ডার দেবেন না। যে মডেলের সেট অর্ডার দেবেন, ডেলিভারি আসতে আসতে এর চেয়েও কম দামে আরও উন্নত মডেলের সেট এভেলেবল হয়ে যাবে। আইফোন টেন অর্ডার দিলে দেখবেন ডেলিভারি আসতে আসতে মার্কেটে চলে এসেছে আইফোন ফিফটিন...

৪৭৬১ পঠিত ... ১৬:২৯, জুলাই ১৯, ২০২০

Top