বাংলার বিয়েবাড়িতে অতিথি হলে যে ১০টি কর্তব্য অবশ্যই পালন করবেন

১১২৩ পঠিত ... ২১:৪৭, জুলাই ১৪, ২০২০

বিয়েবাড়িতে বর-কনের দায়িত্ব বিয়ে করা। কাজীর দায়িত্ব বিয়ে পড়ানো। আপনি অতিথি বা আত্মীয়, আপনার দায়িত্ব কী? বাংলার বিয়েবাড়িতে উপস্থিত হতে হলে কিছু চিরায়ত ঐতিহ্য রক্ষা করতে আপনার অবশ্যই কিছু কর্তব্য আছে। সেসব আজ আপনাকে জানাচ্ছে এসব কর্তব্য পালনে নিরুৎসাহী হওয়ায় নিয়মিত বিয়ের দাওয়াত বাংক দেয়া আইডিয়াবাজদের দল।

 

১# আপনার ইহজীবনে প্রাপ্ত যাবতীয় গয়নার সব পরে যাবেন। প্রয়োজনে ধার করে পরবেন। একটা গয়নাও যদি মিস যায়, তাইলে কিন্তু আপনার দাওয়াত খাওয়া প্রোপার হইল না।

২# কার ছেলে এখনও চাকরি পায়নি, কার মেয়ের এখনও বিয়ে হয়নি- এ নিয়ে যাকে পাবেন তার সাথেই জ্ঞানগর্ভ আলোচনা করবেন।

৩# ছোট বাচ্চা পেলেই রোল নাম্বার জিজ্ঞেস করবেন। রোল নাম্বার ভালো হলেই ট্রান্সলেশন করতে বলবেন। ট্রান্সলেশন ভালো হলে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেয়া শুরু করবেন।

৪# নিজের বিয়ের শাড়ি পরে যাবেন এবং বিউটি পার্লার থেকে ব্রাইডাল মেকাপ করবেন। মনে রাখবেন, বিয়ের কনে থেকে এক চুল কম সুন্দর লাগলে আপনার ইজ্জত শেষ!

৫# যত সুন্দর মেয়ে দেখবেন, সবাইকেই আপনার ছেলের/কোনো আত্মীয়ের হবু বউ কল্পনা করে না জানিয়ে মোবাইলে তার ছবি তুলবেন এবং পরবর্তীতে তার বায়োডাটা সংগ্রহ করবেন।

৬# মেয়ের বাড়ি থেকে কী কী 'উপহার' এলো এবং ছেলেপক্ষ শাড়ি-গয়না কেমন দিলো, সেটা সবার আগে স্পায়িং করে আপনিই বের করে ফেলবেন। সেসব নিয়ে আলাপের ঝড়ও নির্ভরযোগ্য ভাই বা ভাবির সাথে আপনাকেই আগে তুলতে হবে।

৭# খেতে বসে আরও দুইটি চেয়ার টেবিলের সাথে টেনে নিয়ে বসবেন। ঘেঁষাঘেঁষি করে বিয়ের খানা না খেলে আর সুখ কীসের?

৮# ড্রাইভারদের টেবিলে রোস্ট যেন না যায়, সে ব্যাপারে কড়া নজর রাখবেন।

৯# অমুক সাহেবের ছেলের বিয়ের রান্না এই বিয়ের চেয়ে কত মজা হয়েছিলো, এই ব্যাপারে অবশ্যই মতামত ব্যক্ত করবেন। এমন কোনো স্মৃতি না মনে পড়লে বানিয়ে বলুন।

১০# বর-কনের সাথে অন্তত তিরিশটি সেলফি তোলা আপনার জন্মগত অধিকার। যদি বর-কনের আপনার চেয়েও ক্লোজ বন্ধুবান্ধব ও আত্মীয়রা সেইজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরও! শুধু তাই না, বাদ যাবে না বিয়েতে উপস্থিত একটি বিশিষ্ট ব্যক্তিও।

১১২৩ পঠিত ... ২১:৪৭, জুলাই ১৪, ২০২০

Top