রাজশাহী অঞ্চলে জন্মেছে বলেই কি কাঁঠালটা এমন? চলুন জেনে নেই eআরকিকরা কী ভাবছেন

৬৯১ পঠিত ... ১৭:২০, জুলাই ১২, ২০২০

আঁমাল, নাকি কাঁঠাম?

eআরকি করি গ্রুপের মেম্বার পুষ্প খান বাজার থেকে দেখতে আম শেপের এই কাঁঠালটি কিনে আনে। কিনে এনেই কাঁঠালটির এমন আম শেপ হয়ে যাওয়ার পটভূমি জানতে eআরকি করি গ্রুপে কাঁঠালটির ছবি আপলোড করে। আর সাথে সাথেই eআরকি করি গ্রুপের জেনেটিক ইঞ্জিনিয়াররা ঝাঁপিয়ে পড়ে যে যার তৎক্ষণাৎ গবেষণা জানিয়ে দেয়। সেখান থেকে সেরা ১২ টি গবেষণা তুলে ধরা হলো আপনাদের জন্য।

 

১# মূলত এটি একটি কলা। ছোটবেলায় যে আম হওয়ার স্বপ্ন দেখতো। কিন্তু ফ্যামিলির চাপে তাকে কাঁঠাল হতে হলো। মেহেদি সালেহ মুন্না

২# এই কাঁঠালটির জন্ম রাজশাহীতে। আমের রাজ্যে থাকতে থাকতে সেও আমের মতো হয়ে গিয়েছে। নাক্সামিল হোসেন বাবু

৩# পাশের গাছের আমকে দেখিয়ে মা গাছটি বলতো, ওই আমের মতো হতে না পারলে ওর পা ধোয়া পানি খাওয়াবো তোকে। ইমতিয়াজ উদ্দিন সাকিব

৪# ও আগে আম ছিলো। সোলাইমান সুখনের মোটিভেশন পেয়ে জাতীয় ফল হতে গিয়েই এই অবস্থা। জামিল আহমেদ

৫# এটি একটি অ্যাপল ব্র‍্যান্ডের কাঁঠাল। নাজমুল হক

৬# ও মূলত আম গাছ আর কাঁঠাল গাছে প্রেমের ফসল। মুসা

৭# এটি আমাদের মানে আমজনতার কাঁঠাল। শাহনাজ পারভিন

৮# এই কাঁঠালটি বুয়েট থেকে পাস করা কাঁঠাল সম্প্রদায়ের এমবিবিএস কাঁঠাল। রায়হান আহমেদ

৯# বিসিএস ক্যাডার একটি আমের সাথে এই কাঁঠালটির বিয়ের কথা চলছিলো, সেজন্য আমের মতো হতে গিয়ে... নাজমুল হক

১০# ওর বাবা চেয়েছিলো ও কাঁঠাল হোক আর মা ওকে আম বানাতে চেয়েছিলো। সাদ হাসান

১১# এইটা আসলে কাঁঠাল না। এটা হলো কাঁঠাম। সাদিয়া আমিন

১২# এটি একটি আম। ছোটবেলা থেকে হরলিক্স খেতো। আল আমিন মির

৬৯১ পঠিত ... ১৭:২০, জুলাই ১২, ২০২০

Top