ছোটবেলায় যে ১০টি কথা না শুনলে আপনি এখনও 'মানুষ' হতে পারেননি

৭৭৩ পঠিত ... ১৯:০৮, জুলাই ০৫, ২০২০

বাংলাদেশি অভিভাবকরা ছেলেমেয়েদের 'মানুষ' বানানোর জন্য বেশ কিছু বাক্য বা কথা প্রতিনিয়তই তাদেরকে শুনিয়ে থাকেন। সেগুলো তাদের মানুষ বানায় কিনা সে ব্যাপারে আমাদের সন্দেহ থাকলেও, উল্টো মানসিক বিকাশে যে প্রতিবন্ধকতা তৈরি করে সে ব্যাপারে একেবারেই সন্দেহ নেই! তবে আমাদের সামাজিক চর্চার অংশ হিসেবেই অনেককে শৈশবে এইসব বাক্যের সবগুলো বা অন্তত কোনোটি শুনতে হয়েছে। চোখ বুলিয়ে দেখুন তো, কমন পড়ে কিনা।

 

১# পারলে পাশের বাসার সুমনের পা ধুয়ে পানি খা।

২# টুম্পা গানে ফার্স্ট হয়, তুই পারিস না ক্যান? ভাত খাস না?

৩# ফেল করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবো।

৪# আমরা তো ডেইলি দশ কিলোমিটার সাঁতরে স্কুলে যেতাম।

৫# মেহমান আসলে এতো খাই খাই করিস ক্যান? বাসায় খাস না?

৬# এইসব আউট বই পড়ে পড়ে ছেলেপেলে চোখ নষ্ট করে ফেললো।

৭# সন্ধ্যার মধ্যে বাসায় না ফিরলে খবর আছে।

৮# স্যার, হাড্ডি আমার, মাংস আপনের।

৯# খাড়া, আজকে বাসায় যায়া নেই।

১০# বাহ! টু-তে উঠে গেছো? রোল কত তোমার? একটা ট্রান্সলেশন করো তো?

৭৭৩ পঠিত ... ১৯:০৮, জুলাই ০৫, ২০২০

Top