পৃথিবীর যে ভয়ংকরতম ৫টি শাস্তির কথা আপনি নাও জানতে পারেন

২১৬১ পঠিত ... ১৯:০১, জুলাই ০৫, ২০২০

পৃথিবীতে এমন পাঁচটি ভয়ংকরতম শাস্তি আছে, যা চলে আসছে যুগ যুগ ধরে অত্যাচার নির্যাতন করার কৌশল হিসেবে। 

 

৫# কারণ দর্শাও

এই ভয়ঙ্কর শাস্তিটি শুরু হয় একটি নোটিশের মাধ্যমে। ভয়ঙ্কর আতঙ্কময় ভাষায় লিখিত সেই নোটিশ পাঠ করলে যে কারো হৃদপিণ্ড কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মেধাবীদের বিরুদ্ধে কোন কিছু নিয়ে অভিযোগ উঠলে সাধারণত পাবলিকের মন ভুলাতে এই ভয়ানক শাস্তিটি দেয়া হয়।

 

৪# সাময়িক বহিষ্কার

শাস্তির মাত্রায় কারণ দর্শানোর পরপরই রয়েছে সাময়িক বহিষ্কার। এই শাস্তিটি এতই ভয়ঙ্কর যে, মানুষের কাছে নতুন ইস্যু আসার আগ পর্যন্ত এই শাস্তি বহাল থাকে। ইস্যু নিয়ে লোকজন ক্ষেপে যাওয়া শুরু করলে এই ভয়ঙ্কর শাস্তি প্রয়োগ করা হয়।

 

৩# সাময়িক বরখাস্ত

এই শাস্তির নাম সাময়িক বরখাস্ত হলেও মূলত এটাকে পেপারে ছাপানো হয় বরখাস্ত হেডলাইন দিয়ে। প্রচন্ড আতঙ্কময় এই শাস্তিটি যাকে দেয়া হয় পেপারে তার নাম ও ছবি সহ নিউজ আসে। এই শাস্তি তখনই দেয়া হয় যখন মানুষ ক্ষেপে গিয়ে কথাবার্তা বলা শুরু করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে জমায়েত করে আন্দোলন করার চেষ্টাও করে।

 

২# ওএসডি

পাবলিক বেশি ক্ষেপে গেলে বা কোন ইস্যু নিয়ে বেশি কথাবার্তা হলে এই শাস্তিটি মেধাবীদের দেয়া হয়। পৃথিবীর ইতিহাসে ভয়ংকরতম শাস্তিগুলোর অন্যতম এই শাস্তিটির বৈশিষ্ট্য হচ্ছে যে, কাজ না করেও বসে বসে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়।

 

১# বদলি

কোন কিছু করেই জনগণের ক্ষোভ থামাতে না পারলে অবশেষে ট্রাম্পকার্ড হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠতম এই শাস্তিটি দেয়া হয়ে থাকে। এই শাস্তি হলে মেধাবীটিকে রাজধানী ছেড়ে কিছুদিনের জন্য অন্য জায়গায় চলে যেতে হয়। এর চেয়ে ভয়ানক কোন শাস্তি পৃথিবীতে আর নেই।

২১৬১ পঠিত ... ১৯:০১, জুলাই ০৫, ২০২০

Top