যে ১০টি কারণে আসল ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসই ভালো

৬৫৪ পঠিত ... ১৯:১৫, জুন ৩০, ২০২০

করোনা এসে বদলে দিয়েছে অনেক বিষয়। আগে বাসায় বসে থাকলে 'আকাইম্মার ঢেকি' উপাধি জুটতো। এখন বাসায় থাকাটাই সবচেয়ে প্রশংসনীয় কাজ, মর্যাদারও বটে! ক্লাসে মোবাইল আনলে কত বকাঝকা সহ্য করতে হয়েছে। আর এখন মোবাইলে শুরু হচ্ছে অনলাইন ক্লাস! অনেকেই হয়তো ভাবছেন, মোবাইলে আবার কেমন ক্লাস! আসল ক্লাসের আনন্দ (নাকি বেদনা?) কি আর মোবাইলের ক্লাসে হয়?

তবে আপনি হয়তো জানেন না, আসল মানে অফলাইন ক্লাসের চেয়ে অনেকগুলো কারণে অনলাইন ক্লাসই সুবিধাজনক। 'পমাণ' লাগবে? পড়ুন তাহলে।

 

১# নরমাল ক্লাসে পাশেরজনের সাথে কথা বললে দুজনেরই ক্লাসের বাইরে রপ্তানি হওয়ার সম্ভাবনা থাকত। এখানে ক্লাস করতে করতে শুধু পাশেরজন, উপরেরজন নিচেরজন না, পুরা ফ্রেন্ড সার্কেলের সাথেই গ্রুপ চ্যাটিং চালায় যেতে পারবেন! আর কলম দিয়ে খোঁচা দেয়ার বদলে ফেসবুকে পোক করতে পারেন কিন্তু!

২# অনলাইন ক্লাস কিন্তু ১ ঘন্টা। কিন্তু বাসায় কি আর অতকিছু জানে নাকি! ক্লাসের বাহানায় সারাদিনই ল্যাপটপ নিয়ে বসে থাকতে পারবেন। আর এদিকে আপনি ক্লাস করছেন ভেবে দেখবেন আংকেল-আন্টি বিশেষ যত্ন নিচ্ছে, চা এনে দিচ্ছে, রুমে লাঞ্চ এনে দিচ্ছে...

৩# বিরক্তিকর ক্লাস বা অপছন্দের ক্লাসগুলো 'ইন্টারনেট নাই' অজুহাতে সহজেই বাংক দিতে পারবেন। এটা একটা অদ্ভূত প্যারাডক্স, আপনি ক্লাসে নাই কিন্তু আছেন।

৪# স্যারকে 'না বলা' সব কথা অনলাইনে ক্লাসেই বলতে পারবেন। মাইক্রোফোন অফ করে স্যারের উপর যত রাগ আছে সব ঝেড়ে পড়ুন। তবে হ্যাঁ, মনে করে অবশ্যই ক্যামেরাটা অফ করবেন।

৫# ক্লাসে যতই অমনোযোগী থাকেন না কেন, স্যার চাইলেও আপনাকে চক, মার্কার ছুড়ে মারতে পারবে না। এমনকি 'ক্লাসে বসে মোবাইল টিপতেছো কেন' এমন অভিযোগে কোনো স্যার ক্লাস থেকে বেরও করে দিতে পারবে না। বরং আপনি লিভ নিলেই স্যার বলতে পারে, 'আরে মোবাইল টিপ দিয়ে দ্রুত ক্লাসে আসো...'

৬# অনলাইন ক্লাসের বদৌলতে জীবনে প্রথমবারের মতো লুঙ্গি, শর্টস বা যা ইচ্ছা তা পরে (ভিডিও অফ করা থাকলে খালি গায়েও) ক্লাস করার ইচ্ছা পূরণ করে ফেলতে পারবেন।

৭# অনলাইন ক্লাস বাবদ বেশ বাসায় কিছু অর্থনৈতিক খাত প্রস্তুত করে ফেলতে পারবেন। এক্সট্রা সফটওয়্যার কেনার বিল, ইন্টারনেট বিল...। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন বিলগুলো যেন সরকারি হিসেবে না হয়।

৮# 'স্যার পেছন থেকে শোনা যায় না' টাইপ নানাবিধ বেহুদা কথা বলে ক্লাসে স্যারকে ডিস্টার্ব করে মজা পেতেন? অফলাইন ক্লাসে এটা বেশ রিস্কি হলেও অনলাইন ক্লাসে লিগ্যাল করে ফেলতে পারবেন। জাস্ট একটু পর পর 'স্যার আপনার কথা শুনছি না, আমার কথা কি শোনা যাচ্ছে' বলতে থাকুন। বিশেষ করে খুব জটিল বা ইম্পর্টেন্ট কিছু পড়ানোর সময় বেশি বেশি বলবেন।

৯# বুকে (নাকি চোখে?) পাথর চাপা দিয়ে সকালের ক্লাস করতে নিজের প্রাণের বিছানাটার সাথে বিচ্ছেদ করতে হতো আপনার। অনলাইন ক্লাস আপনাকে দিচ্ছে বিছানায় শুয়ে থেকেই ক্লাস করার সুবিধা। এমন সুদিন আসবে, ভেবেছিলেন আদৌ?

১০# ফার্স্ট ইয়ারের জন্য এই বছর একটা স্বর্ণালী বছর। আপনাদের আগে কেউই র‍্যাগ খাওয়ার আগে ক্লাস করতে পারেনি। এই সুবিধা পাচ্ছেন শুধুমাত্র অনলাইন ক্লাসের বদৌলতেই...

৬৫৪ পঠিত ... ১৯:১৫, জুন ৩০, ২০২০

Top