মেসে থাকা ছেলেমেয়েরা গত তিন মাস ধরে যে ১২টি কথা মিস করছে

২১৯১ পঠিত ... ১৯:৪৩, জুন ২৫, ২০২০

মেসে থাকা প্রতিটি ছেলেমেয়ের জীবনে কিছু বাক্য থাকে খুবই কমন। করোনার এই সময়টাতে অনেকে হয়তো মেসের চেয়ে বেশি আরাম আয়েশে আছে বাড়িতে। মেসে থাকা সময়ের সেইসব 'মধুর' বাক্যগুলো শুনতে হচ্ছে না। আপনাদের আরাম আয়েশ নষ্ট করে মেসের সেইসকল পরিচিত বাক্য মনে করিয়ে দেয়ার কাজটি হাতে নিয়েছে eআরকি। দেখুনতো, বাক্যগুলোর পড়ে মেসের কার কার চেহারা চোখের সামনে ভেসে উঠে!

 

১# মেসে কোন টাকা নাই, এমনে করলে মেস ক্যামনে চলবো!

২# সামনের মাসে আমার পরীক্ষা, ম্যানেজার হইতে পারুম না।

৩# খালা আসবে না। ভাত রান্না করা আছে। যে যার ডিম ভাজি কইরা খাইয়া ফালাইয়েন।

৪# আজকে বারান্দা পরিষ্কার করার শিড্যুয়েল কার? করা হয় নাই কেন? এমনে করলেতো হবে না।

৫# ১০ টার আগে সবাই বাসায় আসবা, ১২টায় মেসের মিটিং।

৬# বৃহস্পতিবারে বিরিয়ানি রান্না হবে, সবাই এক্সট্রা টাকা দিও।

৭# আজকে ডাল রাঁধে নাই ক্যান খালা! ভাত খামু কী দিয়া!

৮# রফিক ভাইকে ম্যানেজার বানান যাইবো না আর, শুধু কুমড়া খাওয়ায়।

৯# আশ্চর্য, এই মাসে মিল খরচ এত বেশি ক্যান? পুরা মাসই তো শাক খাইছি!

১০# বালতিতে কাপড় ভিজাইছে কে? তাড়াতাড়ি ধুইয়া নেন, আমি ভিজাবো।

১১# দারোয়ান বলছে আজকে পানি আসবে না আর। কেউ বড় কাম সাইরেন না।

১২# মিল বন্ধের কথা ১২ টায় কইলে হইবো? মিল দিয়া দিছি মিয়া। বাড়ি থেকে এসে খেয়ে যাও।

২১৯১ পঠিত ... ১৯:৪৩, জুন ২৫, ২০২০

Top