আপনাকে কেউ 'খয়রাতি' বলে গালি দিলে যে ১০টি উপায়ে জবাব দেবেন

২০৯৩ পঠিত ... ২০:২১, জুন ২২, ২০২০

দৈনন্দিন জীবনযাপনে আমাদেরকে প্রায়ই 'খয়রাতি' গালি শুনতে হয় (মানে যদি আপনিও আমাদের মতোই গরিব হন আর কি...)। নিছক মজা করে বন্ধু এক আরেক বন্ধুকে এমন বলতে পারে। আবার কখনোবা অপমান করার মনোবাসনা নিয়ে শত্রুও এই গালি দিতে পারে। অবশ্য রাষ্ট্রীয়ভাবে সমালোচনা করতেও এই ধরনের শব্দ কেউ ব্যবহার করতে পারে। সে যাই হোক, কেউ যদি আপনাকে এই গালি দিয়েই ফেলে, তাহলে উত্তেজিত হওয়ার কিছু নাই (যদি আপনি আসলেই গরিব হন!)। কিন্তু উত্তেজিত না হলে কী হবে, অবধারিতভাবেই এর একটা জবাব দেয়ার জন্য আপনার মন আকুপাকু করবে, তাই তো স্বাভাবিক। আপনার সেই আকুপাকু মনের জন্য একটা-দুইটা নয়, একদম ১০টা জবাব প্রস্তুত করেছে eআরকি।

১# সাধু সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তির কথা মনে করিয়ে দিয়ে ভাব নিতে পারেন, সাধক এবং দিন-দুনিয়ার মোহে না পড়া স্পিরিচুয়াল মানুষ মাত্রই খয়রাতি। বরং উল্টো আপনিই তাদেরকে বস্তুবাদী বলতে পারেন!

২# যে খয়রাতি মানে ভিক্ষুক বলছে, তার কাছেই কিছু খয়রাত চেয়ে বসতে পারেন। আপনি যদি আসলেই ভিক্ষুক হন, এতে লাভ হবে। নিজের ভাব ধরে রাখার রাখার জন্য সে আপনাকে কিছু না কিছু দেবেই।

৩# তাকে ফুসলিয়ে ফাসলিয়ে এনে নাস্তা করিয়ে দিতে পারেন। পারতপক্ষে চা হলেও খাওয়াবেন। এরপর খোঁটা দিন 'আমার ভিক্ষার টাকায় তুমিও চা খাইছো'!

৪# বলুন, বাংলার প্রবাদ-প্রবচন টিকিয়ে রাখার জন্য আসলে আপনি এমনটা করছেন। 'দশের লাঠি একের বোঝা' প্রবাদটিও মনে করিয়ে দিতে পারেন।

৫# দোয়া পাওয়ার জন্যই কিন্তু মানুষ খয়রাত দেয়। এইটা এক ধরনের বিনিময় প্রথাই।

৬# খয়রাতের ইকোনমিকাল স্ট্যাট দেখিয়ে দিতে পারেন। বৈশ্বিক অর্থনীতির জটিল হিসাব নিকাশ দেখিয়ে বলতে পারেন, ব্যক্তি/সমাজ/রাষ্ট্র মাত্রই খয়রাত করে।

৭# বললে বলুক। কানে না নিলেই হলো। এক্ষেত্রে তাকে 'অ্যাটেনশন খয়রাতি' বলে অবশ্য কিছু অ্যাটেনশন খয়রাত দিতে পারেন।

৮# শিশুদের মতো 'আমি খয়রাতি হইলে তুইও খয়রাতি' এমন শিশুসুলভ কথা বলতে পারেন। তবে, অযথাই সময় এবং মুড নষ্ট।

৯# উত্তম নিশ্চিন্তে চলে খয়রাতি সাথে, সে-ই খয়রাতি যে চলে তফাতে- এই টাইপ নীতিবাক্য কপচাতে পারেন।

১০# তবে সবচেয়ে ভালো জবাব হলো, দ্রুত ধনী হয়ে যাওয়া। এরপর তাকেও কিছু খয়রাত দিন।

২০৯৩ পঠিত ... ২০:২১, জুন ২২, ২০২০

Top