মাস্ক পরার যে ১২টি সুবিধার কথা WHO এখনও বলেনি

১৯২৬ পঠিত ... ২২:১০, জুন ২১, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন নির্দেশনার পরও করোনা প্রকোপের শুরু থেকেই মানুষকে মাস্ক পরাতে প্রচুর বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। মাস্ক নিয়ে মানুষের আসলেই এখন 'নাকে-মুখে' অবস্থা... কেউ মাস্ক পরলেও জায়গামতো পরছেন না- নাকের মাস্ক চোখে উঠিয়ে কিংবা গলায় নামিয়ে রাখছেন, কেউ বা মাস্ক আদৌ পরছেন না। তবে eআরকির গবেষণায় করোনাভাইরাস ঠেকানো ছাড়াও মাস্কের আরও শতশত সুবিধার কথা বের হয়ে এসেছে, যেগুলোর কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এখনও বলেনি। সেগুলো থেকে মাত্র এক ডজন সুবিধা সম্পর্কে জানলেই আপনি স্বেচ্ছায়, আনন্দে মাস্ক পরবেন বলে আমাদের ধারণা।

১# মাস্ক নিজেকে লুকাতে সাহায্য করে। পাওনাদার থেকে কিংবা ধার প্রত্যাশীর কাছ থেকে। পূর্বে যার সাথে কোনো গ্যাঞ্জাম ছিল, তার থেকেও!

২# লকডাউনে দূরন্ত গতিতে বাড়তে থাকা দাঁড়ি কিংবা ক্লিন শেভ করার পর বেবি ফেসও অনায়াসে লুকাতে পারবেন মাস্কের আড়ালে। শেভ না করায় যদি দাড়ি-গোফ বেড়ে মুখের বদখত অবস্থা হয়, তাতেই বা ক্ষতি কী- মাস্ক পরে থাকুন, কেউ দেখবে না!

৩# অলসতার কারণে ব্রাশ করেন না অনেকদিন, কিংবা নিজের পেস্ট ও রুমমেটের পেস্ট দুটোই শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মাস্ক হলুদাভ দাঁতকে অন্যের দৃষ্টির বাইরে রাখবে। কথা বলার সময় কেউ আপনার মুখের গন্ধও পাবে না!

৪# অপ্রস্তুত অবস্থায় মুখে ভালোবাসার চিহ্ন পড়ে গেলে, মানে ইয়ে, লাভবাইট পড়ে গেলে মাস্ক ব্যবহারে লুকানো যাবে।

৫# আপনার পান খাওয়ার নেশা প্রচুর। কিন্তু লোক লজ্জার ভয়ে প্রকাশ্যে খেতে পারেন না। এমন পরিস্থিতিতে মাস্ক ছাড়া আর কেউ আছে আপনাকে সাহায্য করার? (তবে পিক ফেলার সময় সাবধান!)

৬# মাস্ক দিয়ে চোখ ঢেকে আলোর মধ্যেও ঘুমাতে পারবেন (ডোন্ট ট্রাই দিস এট পাবলিক প্লেস)!

৭# মাস্ক পরে ভিড়ের মধ্যে কাউকে অনায়াসে গালি দিতে পারবেন। কেউ বুঝবে না যে গালিটা আপনি দিয়েছেন।

৮# চাশমিশরা চশমা ছাড়া কেমন দেখে জানতে চান? মাস্ক পরুন, সাথে জিরো পাওয়ার এর চশমা। এবার নিঃশ্বাস নিন। দেখবেন চশমা ঘোলা হয়ে যাচ্ছে। এবার চশমার ভেতর দিয়ে তাকালেই বুঝবেন... সব ঘোলা ঘোলা।

৯# নাকের উপর ব্রণ হয়েছে? বাইরে বের হতে অস্বস্তি হচ্ছে? নো ওরিজ! মাস্ক পরলেই ঢেকে গেলো সব অস্বস্তি।

১০# ঢাকার বিখ্যাত গন্ধযুক্ত ডাস্টবিনের সামনে দিয়ে যাওয়ার সময় নাকে হাত দিতে হবে না। মাস্কই কাজ সারিয়ে দিবে।

১১# ক্রাশের বাসার সামনে দিয়ে ধরা না খেয়েই একাধিকবার হাঁটতে পারবেন। জাস্ট ভিন্ন ভিন্ন রঙের মাস্ক ব্যবহার করুন!

১২# বাসে পরিচিত কেউ উঠলে তার ভাড়া দেয়া থেকে বাঁচার জন্য মাস্কে মুখ লুকাতে পারবেন।

১৯২৬ পঠিত ... ২২:১০, জুন ২১, ২০২০

Top