৫০০০ টাকার গগলস ও ৪৭০০ টাকার পিপিইতে থাকছে যে ১০টি এক্সক্লুসিভ ফিচার

৭৯০ পঠিত ... ২৩:১১, জুন ০৪, ২০২০

বিশ্বব্যাংক ও এডিবির অর্থায়নে প্রায় ২৫০০ কোটি টাকার দুটি প্রকল্পের অনুমোদন পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রকল্প দুটির আওতায় খরচের খাতে দেখা গেছে অস্বাভাবিকতা। ৪ টি ওয়েবসাইট উন্নয়নে ১০ কোটি টাকা, ৫ টি সফটওয়্যারে ৫৫ কোটি, সেমিনার কনফারেন্স ব্যয় ৪৫ কোটি, সম্মানী ৩৩৫ কোটির পাশাপাশি ১০০০ টাকার গগলস ৫০০০ ও ২০০০ টাকার পিপিই ৪৭০০ টাকা ধরা হয়েছে।

কিন্তু এত দাম তো নিশ্চয়ই হুদাই ধরা হয় নাই! নিশ্চয়ই এই পিপি-গগলসে রয়েছে এমন সব ফিচার, যা আপনি সাধারণ পিপিই-গগলসে পাবেন না। ইন্টারনেটে প্রচুর ঘোরাঘুরি করেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিপিই ও গগলসের কোন স্পেসিফিকেশন না পেয়ে আমরা নিজেরাই ভেবে বের করেছি! দেখুন তো, নিচের ফিচারগুলো এই দামে পোষাবে কি না? নাকি আলাদা ডিজাইনের আরো ভালো কিছু লাগবে?

 

১# গগলসগুলো মূলত হাই মেগাপিক্সেল জুমের সমন্বয়ে 'করোনাভিশন গগলস'। চোখে দিলে কোন যন্ত্রফন্ত্র ছাড়াই করোনা দেখা যাবে। টেস্ট কিট ছাড়া সনাক্ত করা যাবে করোনা রোগীও।

২# এই পিপিই এর অতিচুম্বকীয় ক্ষমতা পুরো হাসপাতালকে অক্সিজেনক্ষেত্রে রূপান্তর করবে। ফলে কেটে যাবে অক্সিজেন সংকট।

৩# গগলসের ভেতরে রয়েছে করোনাভাইরাসের জন্য মারাত্মক ক্ষতিকর আট্রাভায়োলেট রশ্মি। রোগীর দিকে তাকালেই তার শরীরের কোনায় কোনায় এই রশ্মি পৌঁছে করোনাভাইরাসকে খতম করবে।

৪# প্রতিটা পিপিইতে থাকবে একটা মিনি ভেন্টিলেটর। রোগীর চাপ বেশি থাকলে এই পিপিই রোগীকে সাময়িক ভেন্টিলেটরের সার্ভিস দেবে।

৫# গগলসের মধ্যে থাকবে অত্যাধুনিক ট্র‍্যাকার থাকবে। আক্রান্ত ব্যক্তির দিকে তাকিয়েই রোগী কার কার সংস্পর্শে আসছে বলে দেয়া যাবে।

৬# এগুলো খুব সম্ভবত পিপিই না, এগুলো স্বাস্থ্যমন্ত্রীর সেই বিখ্যাত পিপিপি।

৭# পিপিই পরে যেন ডাক্তারদের গরম না লাগে, সেজন্য এই পিপিই এর মধ্যে লাগানো থাকবে আরামদায়ক এয়ারকুলার।

৮# পিপিইতে থাকছে কালার চেঞ্জ করার অপশন। সারাদিন একই রঙের পিপিই পরে বোর হতে হবে না, জাস্ট একটা বোতাম টিপলেই সাদা পিপিই হলুদ-কালো-সবুজ অর্থাৎ আপনার মনমতো রঙে বদলে নিতে পারবেন।

৯# শুধু করোনা নয়, এই স্পেশাল পিপিই আগুন-পানি-সাইক্লোন-ভূমিকম্প এসবও প্রতিরোধ করবে।

১০# পৃথিবী বাই চান্স করোনাভাইরাসের দখলে চলে গেলে এই গগলস আর পিপিএ আমাদেরকে মঙ্গলগ্রহে আনা নেয়ার স্পেসস্যুট হিসেবে কাজ করবে।

৭৯০ পঠিত ... ২৩:১১, জুন ০৪, ২০২০

Top