আগামী কয়েকদিন পত্রিকায় যে ১০টি খবরের শিরোনাম দেখতেই পারেন

৭৮২ পঠিত ... ১৭:৪৪, জুন ০৩, ২০২০

পত্রিকার পাতায় করোনাভাইরাস ছাড়া আর কোন খবরই যেন চোখে পড়ে না। টিভিতেও অবস্থা প্রায় একই। এর মধ্যে খুলে দেয়া হয়েছে লকডাউন, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ার পাশাপাশি পত্রিকায় করোনা সংক্রান্ত নিউজের সংখ্যাও সমান হারে বাড়বে। গত কয়েকমাস আমাদের জীবনের সাথে করোনা ওতপ্রেতভাবে মিশে যাওয়ার ফলে দেশের কোন পরিস্থিতিতে পত্রিকায় কেমন নিউজ আসতে পারে তা আমরা অনেকেই বুঝতে পারি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সামনের দিনগুলোতে পত্রিকায় কেমন শিরোনাম দেখা যাবে তাই ভেবে বের করেছে eআরকি। দেখুন তো, আপনার ভাবনার সাথে মিলে যায় কি না? (এই বিষয়ে আপনার কোন ভাবনা না থাকলেও পড়ুন। সম্ভাব্য প্যানিক ছড়ানো শিরোনাম আগে থেকেই জানা থাকলে মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন!)

 

১# স্বাস্থ্যবিধি মানছে না করোনা আক্রান্ত এলাকার কেউই, তীব্র সংক্রমণের ঝুঁকি

২# করোনার ঝুঁকির মধ্যেই হাটেবাজারে মানুষের উপচে পড়া ভিড়

৩# অর্থনীতি সচল রাখতে লকডাউন খুলে দেয়াই সেরা সিদ্ধান্ত, বললেন অমুক মন্ত্রী

৪# কমছে না করোনা, বাড়ছে মানুষের ভিড় ও যানজট

৫# গণপরিবহনে নিয়ম মানার কোন বালাই নেই, সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকিতে যাত্রীরা

৬# পথচারীদের অধিকাংশের মুখে নেই মাস্ক, স্বাস্থ্যবিধির বালাই নেই

৭# হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়, সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা

৮# নিয়ন্ত্রণহীন করোনা, শীঘ্রই আসতে পারে কঠোর লকডাউনের ঘোষণা

৯# অবশেষ ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশে আসতে লাগতে পারে ৬ মাসেরও বেশি

১০# বিএনপির ষড়যন্ত্রের কারণে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসতে সময় লাগছে, বললেন তমুক মন্ত্রী

৭৮২ পঠিত ... ১৭:৪৪, জুন ০৩, ২০২০

Top