সিগারেটের বেচাকেনা সত্যিই বন্ধ হয়ে গেলে যে ১৫টি ঘটনা ঘটতেই পারে

১৫৭৩ পঠিত ... ২১:১৪, মে ২০, ২০২০

করোনাভাইরাসে ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি অধূমপায়ীদের চেয়ে ১৪ গুণ বেশি। এ কারণে শিল্প মন্ত্রণালয়ে সাময়িকভাবে সিগারেটের উৎপাদন ও বেচাকেনা বন্ধ করার প্রস্তাব দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে এই খবর ছড়িয়ে পড়লে গোটা দেশের স্মোকারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতঃপর সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

কিন্তু সত্যিই যদি বন্ধ হয়ে যায় সিগারেটের বেচাকেনা? কল্পনা করতে পারেন কী কী ঘটবে? আপনাদের কল্পনা করার কাজে সহযোগিতা করেছেন আমাদের সিগারেট ছাড়ার জন্য প্রচুর স্ট্রাগল করতে থাকা দলের সদস্যরা।


১# হুট করে কোষ্ঠকাঠিন্যের ওষুধের বিক্রি খুব বেড়ে যাবে, খুব। দামও বেড়ে যেতে পারে।

২# ছেলে বুড়োর দল ইফতারে শরবতে চুমুক দিয়েই ছুটবে না আর বারান্দায়।

৩# শাটার ফেলা দোকানে কেউ আর দেবে না টক টক টক তিন টোকা।

৪# সদ্য গোঁফ ওঠা কিশোরের চুলের মুঠি ধরে মায়েরা আর বলবে না, 'হারাম*দা, লায়েক হইছোস?'

৫# প্রেমিক/প্রেমিকার ওষ্ঠই এখন থেকে হবে চুমুর সর্বশ্রেষ্ঠ স্থান।

৬# হলুস্থুল আড্ডায় কেউ আর চিৎকার করে বলবেনা, 'দোস্ত ফার্স্ট কল!'

৭# মিথ্যা হয়ে যাবে সেই অমর উক্তি যেখানে কবি বলেছিলেন, 'সিগারেটের শেষ টান, প্রেমিকার একশ চুম্বন অপেক্ষা দামি!'

৮# কপট রাগ দেখিয়ে আর কোনো প্রেমিকা বলবে না, 'হয় সিগারেট ছাড়ো নাহয় আমাকে ছাড়ো!'

৯# 'স্টিক' বলতে মানুষ এখন শুধুই বুঝবে একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ 'লাঠি'।

১০# জবুথুবু শীতে কুয়াশা ভেঙে হঠাৎ আর কেউ বলবে না, 'ভাই আপনার কাছে কি আগুন হবে? '

১১# পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে 'ফুসুফুস ক্যান্সার'!

১২# উত্তর মেরুর তাপমাত্রার মত সেন্টার ফ্রেশের বিক্রি চলে যাবে মাইনাসে।

১৩# অ্যাশট্রেগুলো ব্যবহৃত হবে স্মৃতিচারণের জন্য।

১৪# বাজেটের পর কেউ আর অর্থমন্ত্রীকে গালমন্দ করবে না৷

১৫# ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি পেলে কেউ আর পাত্তা দিবে না। না না, ওয়েট, এইটা হবে না মে বি... :3

১৫৭৩ পঠিত ... ২১:১৪, মে ২০, ২০২০

Top