মেডিকেল ডায়াগনোস্টিক টেস্ট যেভাবে অ্যাপ্রুভাল পায়: বিদেশ বনাম বাংলাদেশ

৮৭৫ পঠিত ... ২১:২৪, এপ্রিল ২৯, ২০২০

১.
কোনো ডায়াগনোস্টিক টেস্ট বিদেশে যেভাবে এপ্রোভাল পায়-

Step 1: Defining the test
প্রথমে ঠিক করা হয় টেস্টটি কেন করা হবে, কীভাবে করা হবে, কোথায় করা হবে ইত্যাদি ইত্যাদি...

Step 2: Review the market
আর কী কী টেস্ট আছে, সেগুলোর সাথে এই টেস্টের পার্থক্য, মিল ইত্যাদি খোঁজে বের করা হয়।

Step 3: Review regulatory approval by international and national bodies
WHO, FDA সহ অন্যান্য সংস্থা এবং জাতীয় অথোরিটির অ্যাপ্রোভাল নেয়া হয়।

Step 4: Determine the test’s optimal diagnostic accuracy
গবেষণাগারে টেস্টটি কাজ করছে কিনা সেটা নিশ্চিত করা হয়।

Step 5: Determine the test’s diagnostic accuracy in practice
প্যাশেন্ট লেভেলে টেস্টটির পারফরম্যান্স নিশ্চিত করা হয়।

Step 6: Monitor the test in routine use
রুটিন ব্যাবহারে টেস্টটির পার্ফরম্যান্সে কড়া নজরদারী রাখা হয়।


২.
কোনো ডায়াগনোস্টিক টেস্ট বাংলাদেশে যেভাবে এপ্রোভাল পায়-

Step 1: Press club approval
প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টেস্টটির কার্যকারীতা দুনিয়াকে জানানো হয়।

Step 2: Newspaper approval
পত্রপত্রিকার সম্পাদকীয় পাতায় টেস্টের পক্ষে-বিপক্ষে মতামত ছাপানো হয়। নিরপেক্ষ মতামত হিসেবে একজন সমাজ বিজ্ঞানীর কলামও ছাপানো হয়।

Step 3: Talkshow approval
টকশোতে বিশেষজ্ঞদের ডেকে আনা হয়। তারপর উপস্থাপিকা টেস্টটির Sensitivity, Specificity, False positivity, Negativity ইত্যাদি সম্পর্কে বিশেষজ্ঞদেরকে জ্ঞান দেন কিছুক্ষণ।

Step 4: Facebook approval
ফেসবুক সেলিব্রিটিরা টেস্টটির গুরুত্ব নিয়ে আবেগপূর্ণ স্ট্যাটাস দেন।
একপক্ষ লিখেন: 'একটা টেস্ট করার সুযোগ নেই। এজন্যই কি দেশমাতৃকা স্বাধীন হয়েছিলো?'
আরেকপক্ষ লিখেন তার উল্টোটা - 'হায় রে জাফর উল্লাহ, আর কত দুই নাম্বারী করবেন?'

দুই পক্ষের স্ট্যাটাসের লাইক কমেন্ট হিসাব করে সাকিব আল হাসানের বউয়ের ফটোতে গালি দিয়ে আসা ফেসবুক জনতা এপ্রোভাল দিয়ে দেয় যে - Taste ta balo silo অথবা gafarullah kub karap luk. si si si.

৮৭৫ পঠিত ... ২১:২৪, এপ্রিল ২৯, ২০২০

Top