করোনা প্রতিরোধ বিষয়ক বিশ্বাসে আপনার স্কোর কত? পাঁচ মিনিটে যাচাই করুন

৬০৫ পঠিত ... ০৫:২১, এপ্রিল ১৬, ২০২০

বিশ্বে করোনা আঘাত হানার পর থেকে এই পর্যন্ত করোনা প্রতিরোধের তত্ত্বগুলোয় আপনার বিশ্বাসের মার্কস জেনে নিন। আপনার পাওয়া মার্কসের বিপরীতে আপনার করোনা হওয়ার সম্ভাবনা ও আপনার জন্য পরামর্শও থাকছে রিফাত রহমান আবিষ্কৃত এই করোনা-বিশ্বাস টেস্টিং কিটে।

 

১. মুসলমানদের করোনা হবে না, এটা সব নাস্তিক আর অবিশ্বাসীদের জন্য- ২০
২. Q7 + 6 = 13- ২০
৩. থানকুনি পাতা- ২০
৪. কালিজিরা দিয়ে আদা চা- ১০
৫. মিথানল দিয়ে কুলি করা- ১০
৬. ফুসফুস কেটে বের করে সানিটাইজার দিয়ে ধুয়ে আবার ভিতরে ঢুকানো- ২০
৭. ২৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে করোনা ভাইরাস নস্ট হয়ে যায়- ১০
৮. করোনা সংক্রামক ব্যাধি, যাকে বাগে পাবে তাকেই ধরবে- ০
৯. মসজিদ, মন্দির, প্যাগোডায় করোনা ঢুকতে পারে না- ২০
১০. মোসলমানের কোন ছোঁয়াচে রোগ নাই- ২০
১১. করোনা মোকাবেলায় এখন একমাত্র কার্যকর পন্থা ঘরে থাকা- ০
১২. করোনায় বুড়োরা মরে, যুবকদের করোনা কিছুই করতে পারবে না- ২০

 

ফলাফল: 

প্রাপ্ত নম্বর ৫০-১৫০
করোনা আপনার কিছুই করতে পারবে না। উলটো করোনারই আপনার দ্বারা আক্রান্ত হওয়ার চান্স বেশি। আপনি অবিলম্বে কোন ধরনের প্রটেকশন ছাড়াই করোনা মোকাবেলায় হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শুরু করুন।

প্রাপ্ত নম্বর ২০-৫০
আপনার করোনাতে আক্তান্ত হওয়ার চান্স কম। হলেও বিশেষ চিন্তা নেই। উপরে উল্লেখিত প্রতিষেধক আপনাকে সারিয়ে তুলবে। পকেটে সবসময় এইসব প্রতিষেধক নিয়ে বাইরে ঘুরাঘুরি করুন। পথে আর্মি কিংবা পুলিশ ধরলে তাদের এই প্রতিষেধক অফার করবেন।

প্রাপ্ত নম্বর ১০-২০
আপনার বিশ্বাসের ঘাটতি রয়েছে, সাথে করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

প্রাপ্ত নম্বর ০
আপনি কিছুই বিশ্বাস করেন না! ছিঃ!! আপনি নিজের রুম থেকেই বের হবেন না।

 

৬০৫ পঠিত ... ০৫:২১, এপ্রিল ১৬, ২০২০

Top