বিদেশি ডাক্তারদের দেশি ডাক্তারি লাইসেন্স নেয়ার জন্য যেমন পরীক্ষা দেয়া লাগতে পারে

১১৯৩ পঠিত ... ১৯:৪৭, এপ্রিল ০৮, ২০২০

অবশেষে বিদেশি ডাক্তাররা দেশে আসলেন, এবং প্রথাগতভাবে ডাক্তারি লাইসেন্স পাওয়ার জন্য তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। প্রশ্নগুলো কেমন হতে পারে ভাবুন তো? আপনাদের সুবিধার্থেই ওমর আলী প্রণয়ন করেছেন একটি মডেল প্রশ্ন! চোখ বুলিয়ে নিন-

 

১. চর্যাপদের ৬ষ্ঠ শ্লোক কোনটি?
ক. অপনা মাংসে হরিণা বৈরি
খ. দুহিল দুদু কি বেন্টে সামায়

২. গাম্বিয়ার রাজধানী?
ক. বাঞ্জুল
খ. লুসাকা

৩. রবীন্দ্রনাথ কত সালে হাচি দেয়ার পর কাশি দিয়েছিলেন?
ক. ১৯০৫
খ. ১৯০৬

৪. কত সালে রোগী সুস্থ করার ঝাড়ফুক আইন চালু হয়?
ক. ২০০৫
খ. ১৯৯৫

৫. PPP এর পূর্নরূপ?
ক. পারসোনাল প্রটেকশন পাবিনা
খ. পারসোনাল প্রটেকশনে পালা

৬. কোন ধরণের রোগী আসলে জরুরি চিকিৎসা দিবেন?
ক. জীবন শংকায় থাকা
খ. এলাকার নেতার পরিচয় দিয়ে আসা হাজার বছরের গ্যাসের রোগী

৭. বর্ধমান হাউজের টয়লেট কোন পাশে?
ক. ঢোকার সময় হাতের ডানে
খ. বের হওয়ার সময় হাতের ডানে

৮. ঝড় বৃষ্টির রাতে ২০ টাকার রিকশা ভাড়া ৮০ টাকা দিয়ে হাসপাতালে এসে রাতের রেগুলার খাবার ৫০ টাকার পরিবর্তে ১২০ টাকায় কিনে গরীর রোগীর ওষুধ কেনার জন্য নিজ পকেট থেকে ১৫০ টাকা দিয়ে যখন পরের দিন সকালে রোগী মারা যাবে তখন কষাই কে হবে?
ক. ডাক্তার
খ. উপরের অপশনটি আবার পড়ুন

৯. রোগ নিয়ে রোগীর লোক রোগ বেশি জানে নাকি আপনি ডাক্তার বেশি বুঝেন?
ক. রোগীর লোকজন
খ. অবশ্যই রোগীর লোকজন

১০. সেবা করার পর নায্য পারিশ্রমিক চাওয়া কোন ধরনের গুনাহ?
ক. সগিরা
খ. কবিরা

দেখা যাবে, বৈদেশ থেকে আসা FRCP, FACP করা ডাকতর উল্লিখিত পরিক্ষায় পাশ করতে না পেরে এলাকার ফার্মেসিতে বসে এখন গ্যাসের বড়ি দিনে ২ বেলা করে খাওয়ার পরামর্শ দিয়ে পুরো ১০ টাকা পকেটে গুজে নিচ্ছেন। এদিকে বিদেশি সাদা চামড়ার ডাকতর দেখতে আসা গনজমায়েতে পদদলিত হয়ে ২ জন আহত।

এহেন অবস্থায় অন্যদেশ থেকে সাধারণ জ্ঞান নিয়ে ভালো করে পড়াশুনা করা ডাক্তার এদেশে আসার জন্য তদবির চালাচ্ছেন। তবে দেশে ভিসা পাওয়া এত সহজ নয় বলে উর্ধ্বতন কর্তৃপক্ষ হুশিয়ারি দিয়েছেন...

১১৯৩ পঠিত ... ১৯:৪৭, এপ্রিল ০৮, ২০২০

Top