রাজনীতিবিদদের যে ১৫টি কথা কখনও সিরিয়াসলি নেবেন না

১৬৬৩ পঠিত ... ১২:০৯, এপ্রিল ০৮, ২০২০

রাজনীতিবিদ মানে, তাকে কথা বলতে হয়! প্রয়োজনে, অপ্রয়োজনে, মাইকের সামনে, পর্দার সামনে, পর্দার পেছনে, মঞ্চে কিংবা মঞ্চের বাইরে। আর বাংলাদেশের রাজনীতির টুকটাক খবর রাখলে (এমনকি না রাখলেও) আপনি জানেন, বাংলাদেশের রাজনীতিবিদরা অন্যান্য দেশের রাজনীতিবিদদের তুলনায় একটু বেশিই কথা বলেন। আবার এর মধ্যে কোন ঘটনার পর কোন রাজনীতিবিদ কী বলবেন, তাও আমাদের মুখস্ত। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেসব কথামালার গলায় গুরুত্বের কিংবা প্রয়োজনের মালা পরাতে আমরা ব্যর্থ হই। তবুও আমাদের কান যেহেতু আছে, অপ্রয়োজনীয় হলেও সেসব কথা আমাদের শুনতেই হয়। eআরকির বেহুদা রাজনীতিকথন গবেষক দল খুঁজে বের করেছেন এমনই কিছু অমীয়বাণী, যেগুলোর আসলে কোন মানেই নাই। বলতে হয়, সেজন্যই রাজনীতিবিদরা সেসব বলে। এসব কথা সিরিয়াসলি নিয়ে হুদাই বোকামি করবেন না প্লিজ!

 

১# আইন তার নিজস্ব গতিতে চলবে।

২# অন্যান্য যেকোন সময়ের চেয়ে এখন আইনশৃঙখলা পরিস্থিতি ভালো।

৩# অন্যায়কারী যে দলেরই হোক, তার বিরুদ্ধে যথাযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

৪# এই বাজেট গরিব মারার বাজেট।

৫# সরকারের সমালোচনা করতে কোন বাধা নেই।

৬# নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে।

৭# এই নির্বাচন প্রহসনের নির্বাচন।

৮# অনেক দেশের কাছেই আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে ন্যস্ত হচ্ছি।

৯# এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে।

১০# এই রায় জনগণের রায়।

১১# এই সরকার জনগণের সরকার।

১২# ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় উন্নয়নের জোয়ার ছেয়ে যাচ্ছে।

১৩# প্রত্যেকটা পরিবারকে স্বাবলম্বী করতে আমরা উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছি।

১৪# মানুষের অধিকার আদায়ে বুকের রক্ত রাজপথে বিছিয়ে দিতে পিছ-পা হবো না।

১৫# নির্বাচনে শতভাগ লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে, এই নির্বাচন অন্যান্য সব নির্বাচনের চেয়ে গ্রহণযোগ্য হবে।

১৬৬৩ পঠিত ... ১২:০৯, এপ্রিল ০৮, ২০২০

Top