যে ১০টি কারণে অবিবাহিতদের হোম কোয়ারেন্টাইন বেশি কষ্টের

১৪০২ পঠিত ... ১০:১০, এপ্রিল ০৬, ২০২০

করোনা প্রতিরোধে গোটা দেশ তো বটেই, পুরো বিশ্বই এখন ঘরবন্দি। সারাদিন বাসায় থাকতে থাকতে 'মাথা নষ্ট' অবস্থাও প্রায় সবারই! তবে অবিবাহিতদের কষ্টের কথা যেন একটু বেশিই শোনা যাচ্ছে। কোয়ারেন্টাইনের আগেই বিয়ে করে ফেলা উচিত ছিল, একজন বউ/স্বামী থাকলে একা থাকতে এত কষ্ট হইত না, এমন নানান আহা-উহু তো হোমপেজ স্ক্রল করলেই দেখতে পাবেন! ঘরে বসে বসে আমাদের 'কষ্টে থাকা' অবিবাহিত আইডিয়াবাজরা ভেবে বের করেছে, কী কী কারণে অবিবাহিতদের হোম কোয়ারেন্টাইনই বেশি কষ্টের। অবিবাহিত হলে মিলিয়ে নিন, কষ্ট একটু হলেও কমতে পারে। আর বিবাহিত হলে কমেন্টবক্সে প্রতিবাদ করে উঠতে অবশ্যই ভুলবেন না...

১# টানা এতগুলো দিন ঘরে থাকতে থাকতে বই, মুভি, গান সবকিছুর উপরই বিরক্তি চলে আসলে এরপর একটু-আধটু রোমান্স, ঝগড়া, খুনসুটি তো লাগেই! অবিবাহিদের যেখানে রোমান্স করারই সুযোগই নেই, সেখানে ঝগড়া, খুনসুটির কল্পনাও এক প্রকার বিলাসিতাই।

২# রুমের দরজা লাগিয়ে প্রেমিক/প্রেমিকার সাথে যে একটু কথা বলবে সে সুযোগও নাই। রুমের দরজা লাগানোর সুযোগই বা কই! ঘর থেকে সবাই বলবে, অবিবাহিত পোলাপানের আবার প্রাইভেসি কিসের!

৩# অবিবাহিত মেয়েদের অবস্থা আরো কাহিল। স্বামী থাকলে না হয় নিজের টুকটাক কাজ তাকে দিয়ে করানো যায়, অবিবাহিত মেয়েদের সে সুযোগ কই! নিজের কাজ নিজেকেই করতে হয়। তার উপর বাসার কাজকাম, ভাই-বোনদের আবদারের কাজ তো আছেই। কাজ ভাগাভাগি না করার কেউ থাকলে এমনে আর কদ্দিন আর ঘরে থাকতে ভালো লাগে!

৪# অবিবাহিট ব্যাচেলরদের সমস্যা নানাবিধ! অফিস, ক্লাস থাকলে না হয় বাইরে খেয়ে নেয়া যেতো। এখন অফিস নাই, বুয়া নাই, বাইরে হোটেল খোলা নাই; নিজের খাবার নিজেকেই বানাতে হয়। তার উপর আড্ডা নাই, চিল নাই, ঘোরাঘুরি নাই। জীবন পুরাই বিভীষিকা!

৫# স্বামী-স্ত্রী একসাথে থাকলে একজন অন্তত সময়ের হিসেব ঠিকঠাক রাখতে পারে। সময় মতো ঘুম থেকে উঠতে পারে, উঠাতে পারে। একা থাকলে রাত-দিনের হিসেব রাখা বেশ কষ্ট। খবর নিলে দেখবেন, বাসায় থেকেও টাইমজোন গুলিয়ে ফেলে 'অফিস ফ্রম হোম' এর নিয়ম ঠিকঠাক মানতে না পারা সবাই অবিবাহিত।

৬# অবিবাহিত স্মোকারদের জীবন আরো কষ্টের। সারা বাসা খুঁজেও সিগারেট খাওয়ার একটা সেফ জোন পাওয়া যায় না। বাইরেতো যাওয়া যাচ্ছেই না! বউ/স্বামী থাকলে অন্তত একজনকে পাহারায় বসিয়ে বাসার মধ্যেই পালাক্রমে সিগারেট খাওয়া যেতো।

৭# চারিদিকে টেনশন, দুশ্চিন্তা। তার মধ্যে টানা বাসায় থাকার স্ট্রেস, একঘেয়েমি। হুটহাট মেজাজ খারাপ হবেই, সেইটা ঝেড়ে ফেলা অত্যন্ত জরুরি! এর মধ্যে একজন ধরাবান্ধা 'রাগ ঝাড়া'র লোক না থাকলে কেমনে কি, বলেন!

৮# করোনাভাইরাসের সংক্রমণে চারিদিকে যা অবস্থা, কিছু সময় পরপর 'আয়হায় তাইলে কি আর বাচুম না' এমন টেনশন আসা অস্বাভাবিক কিছু না। এই টেনশনের ফাঁকে অবিবাহিতদের মনে উঁকি দেয় একটা চাপা কষ্ট কিংবা আশঙ্কাও, 'তাইলে কি আমার আর বিয়া হবে না?'

৯# উপরের ৯টা কারণ পড়ে এটলিস্ট এইটা বুঝছেন, অবিবাহিতদের জন্য কোয়ারেন্টিন লাইফ কতটা কঠিন। তার উপর সেটা যদি 'কোয়ারেন্টিন উইথ অফিস ওয়ার্ক' হয় তাইলে কতটা কঠিন! এত কিছুর পরও বস বলবে, তোমার তো বউ নাই, কাজ কাম কইরা ফাটাইয়া দাও!

১০# হ্যাঁ হ্যাঁ, ওইটাও একটা বিশাল কষ্টের কারণ... তা আর বলতে। মানে হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই! কিছু কষ্টের কথা তো হাত ছাড়া আর কেউ জানে না, কাউকে বলাও যায় না...

১৪০২ পঠিত ... ১০:১০, এপ্রিল ০৬, ২০২০

Top