কোয়ারেন্টাইনের দিনগুলোতে ঘরে থাকা পুরুষদের যে ১০টি উপায়ে বেশি বেশি খাটাবেন

৮৭০ পঠিত ... ০৭:০১, মার্চ ৩০, ২০২০

করোনার কারণে সময় না পাওয়ার অজুহাত দিতে থাকা পুরুষরাও এখন ২৪ ঘন্টাই ঘরে। এটা ভালো না খারাপ, তা নিয়ে যদিও তর্ক আছে। তবে এই তর্কের বাইরে গিয়ে আপনি চাইলে পুরুষদের এই ঘরে থাকাটা কাজে লাগাতে পারেন। বাসার নানান ধরণের কাজ করিয়ে আপনার সারাদিনের চ্যালেঞ্জটা বোঝানোর পাশাপাশি অনেক অবাস্তব টাস্ক দিয়ে নিতে পারেন 'প্রতিশোধ'ও। eআরকির আইডিয়াবাজের দল (আসলে ভুক্তভোগী!) আপনাকে এমন দারুণ একটি সুযোগ করে দিতে ভেবেছে ১০টি টিপস। এই টিপসগুলো জানুন, পুরুষ নামক বস্তুটিকে কাজে লাগান।

১# লাইটার কিংবা ম্যাচের আগুনে রান্না বেশি স্বাদ হয় না, এমন অজুহাতে বাইরে থেকে দুইটা পাথর আনিয়ে তা ঘষে চুলা জ্বালিয়ে দিতে বলুন।

২# বাসার দেয়াল ঘড়িটা বেশি নিচে রাখা হয়েছে, এই অজুহাতে ঘড়িটাকে একটু উপরে উঠিয়ে দিতে বলুন। লাগানো শেষে বলুন, একটু বাঁকা হয়ে গেছে তা ঠিক করে দিতে। পুরোপুরি সোজা থাকলে বলুন, সোজা ঘড়ি দেখতে দেখতে বিরক্ত, এবার একটু বাঁকা ঘড়ি দেখতে চান।

৩# রুমের ফার্নিচারগুলোর লে-আউট চেঞ্জ করতে বলুন। প্রতিদিন আলাদা আলাদা লে-আউট হলে কোয়ারেন্টাইনের জীবনেও বৈচিত্র‍্য আসবে, এমন অজুহাতে প্রতিদিনই এই কাজ করাতে পারেন।

৪# বাচ্চা থাকলে এই কয়দিন বাচ্চার কথা সজ্ঞানে ভুলে যান। ভদ্রলোক যেহেতু বেশিরভাগ সময় রুমেই থাকবে, বাচ্চার ন্যাপি পরিস্কার থেকে শুরু করে বাচ্চা সামলানোর সব কাজ নিজ দায়িত্বেই করবে। না করলে আপনার খোঁটাস্ত্র ছুড়ে মারুন।

৫# ছাদের কাপড় শুকানোর দড়িগুলো গায়েব করে দিন। এরপর তার দুইহাতকে দড়ি বানিয়ে এক এক করে সব কাপড় শুকিয়ে আনার দায়িত্ব দিন।

৬# বাসার ফ্লোর থেকে শুরু করে শো-পিছসহ যাবতীয় মোছামুছির কাজ করাতে পারেন। এর আগে মোছামুছির আধুনিক যন্ত্রপাতি সরিয়ে ফেলুন। হাত আর পুরোনো টি-শার্টেই ভরসা করতে বলুন। এরপর বুঝবে, কত স্কয়ার ফিটে কত কোমর ব্যথা!

৭# প্রতিদিনের বিছানা চাদর প্রতিদিন ধোয়া বাধ্যতামূলক করুন। ঘুম থেকে ওঠার সাথে সাথেই চাদরও তুলে ফেলে তাকেই ধুতে বলুন। চাদরও ধোয়া হবে, চাদর ছাড়া বিছানায় টিকটিকির মতো লেপটে আপনার আলসে বরকেও আর দেখা লাগবে না।

৮# গলাব্যথা, হাঁচি, কাশির ভান ধরুন। একবার ভান ধরলে ১৪ দিন বিন্দাস কাটিয়ে দিতে পারবেন। আপনার বর বাসার অন্য কাজ না করুক, খেতে হলে রান্নাটা এটলিস্ট করবে।

৯# গাছে পানি দেয়ানো খুবই সহজ কাজ। আপনি বরং তাকে গাছের মাটি, পাথরগুলো পরিবর্তন করার কাজে লাগিয়ে দিন। এমনও বলতে পারেন, গাছগুলো অনেক দিন এক জায়গায় থাকতে থাকতে বিরক্ত, একটু অন্য জায়গায় নিয়া রাখো তো! তবে অ্যাকুরিয়ামের ক্ষেত্রে এ ধরণের রিস্ক নিবেন না! ভেঙে ফেলতে পারে।

১০# কাপড় ভাঁজ করা বা ইস্ত্রি করার কাজও যথেষ্ট সহজ। আপনি চাইলে তাকে দিয়ে কয়েকদিন বাসার সকল কাপড় ধুয়ে নিতে পারেন। এই কষ্টটা বুঝতে পারলে করোনার পরও নিজের কাপড় আর আপনার জন্য ফেলে রাখবে না। তবে সবচেয়ে ভালো হয় কিছু কাপড়ে কঠিন কিছু দাগ লাগিয়ে এরপর ধুতে বললে, এবং তাতেও দাগ না উঠলে আবারও ধোয়ার নির্দেশ দিলে... যতক্ষণ না দাগ পরিষ্কার হয়!

৮৭০ পঠিত ... ০৭:০১, মার্চ ৩০, ২০২০

Top