হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতে যে ২০টা আজাইরা কাজে টাইমপাস করতে পারেন

৯২৩ পঠিত ... ২০:৪৭, মার্চ ২৯, ২০২০

কোয়ারেন্টিনে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়াই স্বাভাবিক। কতদিনই বা আর ঘরে থাকা যায়। ঘরের কাজও একসময় ফুরিয়ে যায়। এই বিরক্তিকর সময় কাটানোর জন্য দরকার কিছু আজাইরা কাজের। অনেকে ইতোমধ্যে এইসব আজাইরা কাজ করে ফেলেছেন। অনেকে এখনো করেননি। অনেকের হয়তো করার মতো আর কোন আজাইরা কাজ খুঁজে পাচ্ছেন না। এই মুহূর্তে বাংলার প্রতিটি কোয়ারেন্টিন যোদ্ধাদের জন্য সোস্যাল মিডিয়া ঘেটে (হাতে তো অনেক টাইম!) ও আজাইরা পড়ে থাকা মস্তিষ্ককে অত্যন্ত অলসভাবে খাটিয়ে eআরকি গবেষক দলের সদস্য সোহান কুয়াশা ও নাজমুল হক খুঁজে বের করেছেন এমন ২০টি আজাইরা কাজ।

১# সবাই এতদিন বলল, দেয়ালেরও কান আছে। কিন্তু এতদিনে কেউ খুঁজে পায়নি। তাই শুধু শুধু দেয়ালের দিকে তাকিয়ে না থেকে দেয়ালের সেই বিখ্যাত রহস্যময় কান খোঁজার চেষ্টা করুন।

২# জীবনানন্দ কোন কিছু এত গভীরভাবে অনুধাবন করতেন যে, গুবরে পোকার ডাকও উনি শুনতে পেতেন (কবিতায় তো অন্তত তাই লিখছেন!)। কোয়ারেন্টাইনের দিনগুলায় নিজের অনুধাবন ক্ষমতা জীবনানন্দ লেভেলে নিয়ে যান। ইট, টিন, বালি, বালিশের ভেতরের তুলা ইত্যাদির ডাক শোনার চেষ্টা করুন। হয়তো, কোয়ারেন্টাইনের পরে বাংলা সাহিত্য একজন জীবাননান্দ পেতে পারে। যদি তা নাও পায়, এমন অনেক কিছুর শব্দ আপনি শুনে ফেলতে পারেন যেগুলার যে কোনো শব্দ আছে আপনি আগে এইটাই জানতেন না (যেমন সিপিইউএর পেছনে দুইটা তারের পরস্পর ধাক্কা খাওয়ার শব্দ...)

৩# বিছানা চাদর/লেপ/কাঁথার মাথার অংশ ও পায়ের অংশ আলাদা করার চেষ্টা করুন।

৪# সিলিং ফ্যানের ডানাগুলোর বয়স বের করার চেষ্টা করে সিনিয়র, জুনিয়র আলাদা করুন।

৫# আপনার পার্টনার কোলবালিশের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ বের করার চেষ্টা করুন। অনেকক্ষণ চেষ্টা করলে কে জানে, নাক মুখ চোখ আরও নানান কিছু (আপনি যেগুলা খুজতেছেন) বের হইতেও পারে!

৬# ঘরের অন্যান্য রুমে ট্যুর দিয়ে আসতে পারেন। প্রতিটা ঘরকে একেকটা দেশ ধরে নেবেন। তাহলে প্রতি ঘরে ঢোকার আগে ইমিগ্রেশনে কিছু সময় পার হবে...

৭# মাকড়সার জাল দিয়ে অ্যাকুরিয়ামের মাছগুলো ধরার চেষ্টা করুন। একবারে না পারলে হতাশ হবেন না। খুঁজে বের করুন আরও বড় মাকড়সা, আরও বড় জাল। একবার মাকড়সাকে খুঁজে বের করলে, এরপর মাকড়সাই আপনাকে খুঁজে বের করবে!

৮# মশারা কানের কাছে গুনগুন করে কী বলতে চায় আসলে? কোনদিন তো বোঝার চেষ্টাও করেননি। এই অবসরর তাদের অব্যক্ত কথাগুলো বোঝার চেষ্টা করুন।

৯# মশারিতে কয়টা ছিদ্র আছে গুনে দেখুন। প্রতিটা ছিদ্রের পরিধি, ব্যস, ব্যাসার্ধও মাপতে পারেন। ঠিক কী কারণে মশারির ভেতরে মশা ঢুকে যায়, ব্যাসার্থ কতটুকু কমালে বা ছিদ্র সংখ্যা কয়টা বাড়ালে মশা একেবারেই ঢুকবে না, সেটাও নির্ণয় করতে পারেন। দেখবেন, এই আবিষ্কারের জন্যই আপনি একদিন খ্যাতি পাবেন!

১০# বাসার কোথায় কোথায় ছারপোকা ডিম দিয়েছে খুঁজে বের করুন। এইটা মোটেও আজাইরা টাইমপাস না, জরুরি দরকার...

১১# আয়নায় পানি ছিটিয়ে দিয়ে গুনতে থাকুক পানি জমে কতোগুলো বৃত্ত হলো এবং অপেক্ষা করে দেখুন সেইগুলা নিচে নেমে আরেকটা পানির বৃত্তের সাথে জোড়া বাঁধতে কতো সময় নিচ্ছে। ফ্লুইড মেকানিক্সে আপনি যে একদিন নোবেল পাবেন না, কে বলতে পারে?

১২# আপনার কাছের মানুষের ফোন নাম্বারের সাথে আপনার ফোন নাম্বার যোগ করার পর সেই সংখ্যাকে কতোদ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তা বের করুন। আবিষ্কার করতে পারেন ফোন নম্বরের সঙ্গে ফোন নম্বর যোগ বিয়োগ গুণ ভাগের নানান খেলা। গণিত অলিম্পিয়াডে দেখবেন আপনিই নেক্সট বস!

১৩# দেয়াল ঘড়ির সেকেন্ডের লম্বা কাঁটাটার জায়গায় ঘন্টার খাটো কাঁটাটা লাগিয়ে তাদের ঘুরার মজার কান্ড দেখতে পারেন।

১৪# জেমসের 'তারায় তারায় রটিয়ে দিব' গানটা শুনার আগে আঁকাশের তারা গুনে দেখুন আসলে কতোগুলা তারায় রটিয়ে দিতেছেন। তবে সব তারা আবার একাই গুনবেন না, কিছু তারা ওই আকাশেই থাকা বাচ্চু ভাইয়ের জন্য রাখবেন...

১৫# অর্ণবের 'হোক কলরব' গানটায় কত 'হোক' শব্দটা কতবার আছে খুঁজে বের করুন। (আমরা গুনে দেখসিলাম, ৪১ বার। ঠিক না ভুল বের করুন তো পারলে!)

১৬# গোসল করতে গিয়ে একটি সাবানকে একনাগাড়ে ঠিক কতোবার গায়ে মাখলে সেটা ফুরিয়ে যায় সেই চেষ্টা করে দেখতে পারেন। তবে বাসায় যদি আরও সাবান থাকে তাইলে...

১৭# অ্যালফাবেট, ব্যাঞ্জনবর্ণ, স্বরবর্ণ সংখ্যা এই মুহূর্তে মনে না পড়লেও সংখ্যাটা আপনি জানেন। কিন্তু কম্পিউটারের কিবোর্ডের কি-এর সংখ্যা তো জানেন না। গুনে ফেলুন একদিন।

১৮# সুইচ অফ করলে বন্ধ হওয়ার আগে আপনার সিলিং ফ্যান কতবার ঘোরে গুনে দেখুন। ফ্যান একবার অফ করার পর ফ্যানের দিকে এটেনশন এত বছরে কেউ দেয় নাই, তাই বলে কি আপনিও দেবেন না?

১৯# কবিতা পড়ার অভ্যাস থাকলে জীবনানন্দ তার কবিতায় কত ধরণের উপমা, রূপক ব্যবহার করেছেন তা খুঁজে বের করার চেষ্টা করুন। বাংলা কবিতায় অথবা, কিংবা, যেহেতু, সেহেতু, কার্যত শব্দগুলো কতবার ব্যবহার করা হয়েছে তাও খুঁজে বের করতে পারেন। করতে পারেন বাংলা কবিতার নায়িকাদের তালিকাও।

২০# দেয়ালের টিকটিকির চোখের দিকে তাকিয়ে থাকুন। দু-জনে কতবার, কতক্ষণ ধরে তাকিয়ে ছিলেন তা হিসেবও রাখুন। করোনার পরে আপনার এই রোমান্টিসিজম এক্সপেরিয়ান্সের কথা বিয়ের কিংবা প্রেমের সিভিতে ব্যবহার করতে পারবেন...

৯২৩ পঠিত ... ২০:৪৭, মার্চ ২৯, ২০২০

Top