যে ১০টি লক্ষণ দেখে আপনার আশেপাশের মানুষদের মধ্যে Covidiot সনাক্ত করবেন

৮৩১ পঠিত ... ১৭:০১, মার্চ ২৬, ২০২০

আমরা যেটাকে করোনাভাইরাস নামে চিনি সেটার আভিধানিক নাম মূলত Novel Corona। এই ভাইরাসের সংক্রমণের ফলে হওয়া রোগের নাম Covid 19। তবে এই Covid 19 রোগটিকে আমাদের দেশের অনেক মানুষ এক প্রকার ‘উৎসব’ হিসেবেই নিয়েছে বলা যায়। Covid 19 প্রতিরোধে যা যা করা দরকার, বিপুল সংখ্যক মানুষ তার ঠিক উল্টোটা করছে। যারা করোনাভাইরাসের কোন ধরণের সতর্কতা ঠিকঠাক মানছে না, উচ্চ পর্যায়ের যারা এই ভাইরাস মোকাবেলায় সিরিয়াস পদক্ষেপ নিচ্ছে না, যারা এই ভাইরাস নিয়ে নানান ধরণের গুজব ছড়িয়ে বেড়াচ্ছে; ফেসবুকার মোজাম্মেল হোসেন তোহা তাদের নাম দিয়েছেন ‘Covidiot’। এদিকে eআরকির Covidiot গবেষক দল চারপাশে পর্যবেক্ষণ করে Covidiot চেনার ১০টি লক্ষণ খুঁজে বের করেছে। লক্ষণগুলো দেখে আপনার আশেপাশের Covidiot চিনে তাদেরকে জ্ঞান দিয়ে একটু সুস্থ করে তুলুন।

১# এরা জরুরি প্রয়োজন ছাড়াও এই মহামারির সময়ে বাইরে ঘোরাফেরা করবে। 

২# মহামারিতে শুধু সৃষ্টিকর্তার উপরই ভরসা করবে। নিজে কোন সতর্কতা অবলম্বন করবে না। 

৩# সংক্রমণের ভয় থাকা সত্ত্বেও নির্বাচন, জনসভা, মিছিল কিংবা অযথাই জনসমাগম আয়োজন করবে। 

৪# ভাইরাস মোকাবেলায় দেয়া ছুটিকে এরা অবকাশ যাপনের সাথে গুলিয়ে দলেবলে ভ্রমণে বের হবে।

৫# প্রশাসনিক পর্যায়ের Covidiot ব্যক্তিবর্গ করোনা সতর্কতা প্রচার করবে দলবল নিয়ে ও মাস্ক না পরেই। 

৬# বৈশ্বিক মহামারি ঘোষণার পরও এরা কোভিড-১৯ কে মারাত্মক মনে না করে, শুধুই ছোঁয়াচে মনে করবে। 

৭# এরা কাজ করবে কম। তবে সংবাদ সম্মেলন করে করে প্রচুর আকাশ-পাতাল কথা বলবে। 

৮# করোনাভাইরাসকে জাত ভাই বা ধর্মীয় ভাই মনে করবে। ধারণা করবে, করোনাভাইরাস নিজের ধর্মের ভাইদের আক্রমণ করবে না। 

৯# এরা কিছু শব্দের সঠিক অর্থ জানবে না। এদের কাছে কোয়ারেন্টাইন মানে এন্টারটেইন, স্টে হোম মানে স্টে দেশের বাড়ি।

১০# করোনাভাইরাস সম্পর্কিত নানান ধরণের অবৈজ্ঞানিক ব্যাখ্যা ও গুজব ছড়াবে। কেউ কেউ স্বপ্নে পাওয়া ঔষধও বিক্রি করবে।

৮৩১ পঠিত ... ১৭:০১, মার্চ ২৬, ২০২০

Top