করোনা-চিন্তা : করোনাভাইরাস নিয়ে নানা ফেসবুকারের নানা মত (২০+)

২৩৪৬ পঠিত ... ১৮:২৬, মার্চ ১৮, ২০২০

করোনাভাইরাস নিয়ে চিন্তিত এখন গোটা বিশ্ব! চিন্তিত না বলে দুশ্চিন্তিত বললেও ভুল হবে না বোধহয়। সবার সব চিন্তা-দুশ্চিন্তা, আলাপ-আলোচনা ও ভাবনা, সবকিছুতেই করোনা। ফেসবুকেও করোনাভাইরাস নিয়ে ফেসবুকাররা দিচ্ছেন নানান পোস্ট, সেগুলোতেও উঁকি দিচ্ছে তাদের করোনা-চিন্তা। বাংলাদেশি ফেসবুকারদের নানান রকম করোনা-চিন্তা একত্রিত করেছে eআরকি। ভালো কথা, করোনা নিয়ে চিন্তা করুন অবশ্যই, তবে দুশ্চিন্তা-করোনা! 



১#

 

২#

করোনা ভাইরাস মোকাবেলায় সব থেকে এগিয়ে আছেন আমাদের রিপন ভাই।

কারণ তিনি তার একটি বিখ্যাত উক্তিতে বলেছেন—

আম গাছে আম ফলে,
কুমড়ো ফলে চালে।
দূর থেকে কিস দিলাম,
তুলে নিয়ো গালে।

eআরকিক: কে যে শান্ত

 

৩#

চীনা মালে বিশ্বাস নাই দেখে আমরা ইতালি থেকে করোনা এনেছি!

eআরকিক: আলি নায়েম

 

৪#

ইব্রাহীমস্টাইন স্যারের বিখ্যাত করোনা ভ্যাকসিন সূত্র (1.Q7+6=13) অনুসারে Q এর মান ক্যালকুলেট করা যাক আর না যাক, অন্ততপক্ষে এটুকু তো অনুমান করা গেলো যে করোনা আসলে Corona নয়, সম্ভবত "Q"orona!

নিধিরাম সর্দার ও তার কাগুজে বাঘ পেইজ থেকে

 

৫#

 

৬#

সারা পৃথিবীতে করোনা আতঙ্কে বিভিন্ন প্রস্তুতি চলছে। 

আর আমাদের প্রস্তুতি: ‘করোনা প্যারাগ্রাফটা ভালো করে পড়ো, পরীক্ষায় আসতে পারে।’

eআরকিক: এম এম বাচু মৃধা

 

৭#

 

৮#

করোনা ভাইরাস আতঙ্কে অন্যান্য দেশ সতর্কতা অবলম্বন করে। 

আমাদের দেশে করোনা ভাইরাসের খুঁটিনাটি সব নোট করে সামনে বিসিএস, ব্যাংক ও অন্যান্য পরীক্ষার জন্য।

eআরকিক: তানভীর আহমেদ

 

৯#

 

১০#

জনগণ: অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। 

খালেদা জিয়া বি লাইক: না, আমি এখানেই ঠিক আছি এই সময়ে!

 

১১#

বরিশালের গৌরনদীতে কোয়ারেনটাইনে থাকা এক ব্যক্তি গোপনে পালিয়ে গেছেন। পালানো অবস্থায় উনাকে চার জন মিলে রাতারাতি জোর করে ধরে নিয়ে এসে আটক করে রেখেছেন। ‘কোয়ারেনটাইন বিজয়ী’ ঐ চারজনকে নিয়ে আবার গৌরনদী বাজারে বাজার সমিতি বিশাল বিজয়ের মিছিল বের করে ফেলেছে। উনারা সবাই হাসিমুখে সবার সাথে হ্যান্ডশেক করছেন। রাস্তার চারপাশ দাঁড়িয়ে এই চারজনকে দেখার জন্য ধাক্কাধাক্কি-মারামারি ঘটনাও ঘটেছে। কোয়ারেনটাইনের এমন বিজয় উৎসব করোনা ভাইরাস বিশ্বের আর কোথাও কে দেখেছে? 

ভাইরাস এখন নিজেই কনফিউজড, সে এই দেশে আরো কিছুদিন থাকবে নাকি নিজের ইজ্জত সম্মান নিয়ে পালাবে!

(মূল আইডিয়া কার পাওয়া যায়নি)

 

১২#

এখন করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে খ্রিষ্টান পাদ্রী বিয়ের আসরে বর কনের উদ্দেশে যেটা বলতে দ্বিধা করে:

You may kiss the bride!

eআরকিক: লুৎফুর রহমান

 

১৩#

টিম পেঁয়াজের দেয়া ২৬০ রানের টার্গেটে ব্যাট করছে টিম মাস্ক!

eআরকিক: আবদুল্লাহ শিশির

 

১৪#

 

১৫# 

বিদেশি টপ-টপ ভার্সিটিগুলা এই মুহূর্তে বন্ধ আছে। এই সুযোগে বাংলাদেশের ভার্সিটিগুলো নিয়মিত ক্লাস করে বিশ্ব র‍্যাংকিংয়ে ঢুকে যেতে পারে।

eআরকিক: সাদিকুর রহমান সাদিক

 

১৬#

সার্জিক্যাল মাস্ক গলায় নামিয়ে সিগারেট টানতে টানতে রাস্তায় সব সার্জন কবির সিং ঘুরে বেড়াচ্ছে।

eআরকিক: অয়ত্রীয় সাহা

 

১৭#

 

১৮#

করোনা ভাইরাস দেখতে পাওয়া গেলে এদেশের মানুষ সেটা দেখার জন্য ভিড় করতো!

eআরকিক: মোহাম্মদ সালমান 

 

১৯#

 

২০#

করোনাভাইরাসের সাথে আমাদের যুদ্ধটা অন্যান্য দেশের চেয়ে বেশ কঠিন হবে।

অন্যান্য দেশে করোনার চিকিৎসায় ডাক্তার আর নার্স হলেই হচ্ছে। কিন্তু আমাদের দেশে রোগীকেকে কাউন্সেলিং করার জন্য আলাদা করে সাইকিয়াট্রিস্ট লাগবে।

সাইকিয়াট্রিস্টে কাজ না হলে লাগবে মোটিভেশনাল স্পিকার। এরপরও কাজ না হইলে পালোয়ান আর দঁড়ি স্টকে রাখা লাগবে...

eআরকিক: নাজমুল হক

২৩৪৬ পঠিত ... ১৮:২৬, মার্চ ১৮, ২০২০

Top