করোনা ভাইরাস ফেসবুকের মাধ্যমে ছড়ালে যে ১০টি সতর্কতা মেনে চলতে হতো

৭৪৭ পঠিত ... ১৭:১৫, মার্চ ১৮, ২০২০

করোনা ভাইরাস ছডায় মানুষ থেকে মানুষে। এই ছোঁয়াচে ভাইরাস যাতে কম ছড়ায়, যাতে এই ভাইরাসে আক্রান্ত হতে না হয়, সেজন্য অনেক ধরনের সতর্কতা মেনে চলতে হয়। কিন্তু ইন্টারনেট জগতের নানান ভাইরাসের মতো করোনা ভাইরাসও ফেসবুকের মতো একটা 'জনবহুল' জায়গায় ছড়াতো, তাহলে কী ধরনের সতর্কতা মেনে চলতে হতো? eআরকি করেন গ্রুপের আফসার আহমেদ ভেবেছেন এমন কিছু সতর্কতা। ফেসবুককে করোনামুক্ত রাখতে জেনে নিন সতর্কতাগুলো, তবে পড়া শুরুর আগে অবশ্যই মাস্ক পরে নিবেন কিন্তু। 

 

১# গ্রুপ ফটো আপলোড করা যাবে না। বিশেষ বিবেচনায় ফেস স্যানিটাইজার দিয়ে ধোয়া সেলফি আপলোড করা যাবে। মুখে মাস্ক থাকলে ভালো।  

২# কথায় কথায় লাইভে আসা যাবে না। আসলেও লাইভে হাত দিয়ে চুল, ঠোঁট ও থুতনি ধরা যাবে না। 

৩# সেলিব্রিটিদের পোস্ট মানে গাবতলী বাস স্ট্যান্ড, অনেক মানুষের ভিড়। তাই সেখানে লাইক-রিঅ্যাক্ট, কমেন্ট করা যাবে না। 

৪# লাভ, হাগ, কিসজাতীয় যাবতীয় ইমোর ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। 

৫# কারো প্রোফাইল স্টল্ক করা যাবে না। এক্স, ক্রাশের আইডি সামনে পড়লেও এড়িয়ে যেতে হবে হবে। 

৬# বায়োতে করোনা থেকে মুক্তির দোয়া লিখে রাখতে হবে। 

৭# চ্যাট গ্রুপ থেকে বের হয়ে যেতে হবে। নিজে বের হতে না চাইলে, অন্য সবাইকে রিমুভ করে দিতে হবে। কোন গ্রুপে থাকাও যাবে না। 

৮# কোন ধরনের পোস্টই শেয়ার করা যাবে না।

৯# প্রতি ২ ঘন্টা পর প্রোফাইল পিকচার চেঞ্জ করা লাগবে। ১৫ মিনিট পর প্রোফাইল পিকচারের সকল কমেন্ট ডিলিট করতে হবে। 

১০# করোনায় আক্রান্ত হয়ে গেলে আইডি কোয়ারেন্টাইনে নিয়ে যেতে হবে... মানে ডিএ্যাক্টিভেট করে ফেলতে হবে। 

৭৪৭ পঠিত ... ১৭:১৫, মার্চ ১৮, ২০২০

Top