বাকের ভাই চরিত্রে শাকিব খান অভিনয় করলে যে ১০টি অভাবনীয় ঘটনা ঘটতেই পারে

৫০৬৯ পঠিত ... ০৪:১৭, মার্চ ০৩, ২০২০

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটককে বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে সর্বকালের সেরা বলবেন অনেকেই, অনেকে হয়তো দ্বিমত করবেন। তবে এই ধারাবাহিকের ‘বাকের ভাই’ চরিত্রের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি ঢাকাই সিনেমার এক পরিচালক ঘোষণা দিয়েছেন, ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিককে ‘বাকের ভাই’ নামে রিমেক করবেন বড় পর্দায়। সেখানে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার কিং খান শাকিব খান। ৯০ দশকের জনপ্রিয় ‘বাকের ভাই’ চরিত্রে এই প্রজন্মের 'সেরা নায়ক' কেমন মানিয়ে নিবেন? কীভাবে মানিয়ে নিবেন? কী কী ঘটতে পারে এই রিমেকে; ফেসবুকারদের বিপুল গবেষণার সঙ্গে কাঁধ মিলিয়ে (নাকি মাথা?) ভেবেছে eআরকির শাকিব খান গবেষক নাম্বার ওয়ান দল। 

১# শাকিব খান বাকের ভাই চরিত্রে অভিনয় করলে সিনেমায় আজিজের দোকানে ‘হাওয়া মে উড়তা যায়ে’ গানের বদলে ‘গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান’ গান বাজবে।

২# ভুলভাল ইংরেজি বলার পরে মুনার ‘যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন’ ডায়লগের উত্তরে শাকিব খান বলে বসবে ‘এটাই সাইন্স’!

৩# মুখভর্তি দাড়ি, টি-শার্টের উপর ডেনিমের জ্যাকেট, গলায় চেইন, হাতে চেইন, চোখে কালো চশমার পাশাপাশি নতুন বাকের ভাই ঠোঁটে লিপস্টিকও দিবে।

৪# আগের বাকের ভাইয়ের বাইক চালাতো বাকের ভাইয়ের সাগরেদ মজনু। বাকের ভাই বেশিরভাগ সময়ই বাইকের পেছনে বসতো। নতুন বাকের ভাই একাই একশ। নিজের বাইক নিজেই চালাবে আবার স্ট্যান্টও দেখাবে। 

৫# মুনা ও বাকের ভাইয়ের প্রতিবার দেখা হওয়ার প্রাক্কালে দর্শক অন্তত বিদেশি লোকেশনে ৫টি ধুন্ধুমার গান দেখতে পাবে। 

৬# বাকের ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর মুনা লাশ গ্রহণ করে, সৎকারও করে। নতুন বাকের ভাইয়ের ক্ষেত্রে মুনা এই সুযোগটা পাবে না। নতুন বাকের ভাই জেল থেকে পালিয়ে যেতে পারে, লাশ হয়ে বের হলেও স্ট্রেচার থেকে ধুম করে উঠে যেতে পারে, সৎকার করার পর কবর থেকে উঠে যাওয়ারও সম্ভাবনা আছে। 

৭# বদির মিথ্যা সাক্ষীর পর শাকিব খান ‘এন আফ ইজ এন আফ’ হুঙ্কার ছেড়ে আসামি কাঠগড়া থেকে বের হয়ে এসে বদিকে মেরে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে আদালত থেকে পালিয়ে যেতে পারে।   

৮# ‘কোথাও কেউ নাই’ নাটকে বাকের ভাইয়ের সাথে সমানতালে অভিনয় করেছে মুনা চরিত্রটিও। এবং নাটকের গল্প থেকে শুরু করে নামকরণের ক্ষেত্রেও বাকের ভাই ও মুনা চরিত্রটি ছিলো সমান গুরুত্বপূর্ণ। কিন্তু নির্মাণের অপেক্ষায় থাকা সিনেমাটির নাম দেয়া হয়েছে ‘বাকের ভাই’। ধারণা করা হচ্ছে এই সিনেমায় কোন ‘মুনা’ চরিত্র নাও থাকতে পারে, আবার কে জানে, থাকতে পারে একাধিক নায়িকা।

৯# ‘কোথাও কেউ নাই’ নাটকে বাকের ভাইয়ের ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে মিছিল ও আন্দোলন হয়। নতুন সিনেমায় প্রথম দৃশ্যেই দর্শক বাকের ভাইয়ের ফাঁসি চেয়ে বসতে পারে।    

আইডিয়া: রাসয়াত রহমান জিকো

১০# নতুন বাকের ভাইয়ে মজনু ও বদির চরিত্রে চিকন আলী ও কাবিলার অভিনয় করার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। 

সবচেয়ে বড় কথা ‘কোথাও কেউ নাই’-এর রিমেকে শাকিব খান অভিনয় করলে ‘বাকের ভাই’ চরিত্রের নাম পরিবর্তন হয়ে ‘বাকের ব্রো’ হয়ে যেতে পারে।

৫০৬৯ পঠিত ... ০৪:১৭, মার্চ ০৩, ২০২০

Top