অস্কার কাঁপানো কোরিয়ান মুভি প্যারাসাইটের ১৩টি শিক্ষণীয় দিক

৩৯১৬ পঠিত ... ১৯:০৫, ফেব্রুয়ারি ১২, ২০২০

সদ্য ঘোষিত অস্কার পুরস্কার ছিল যেন একটি 'প্যারাসাইট শো'! বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টরসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে এই আলোচিত কোরিয়ান মুভিটি। তবে এই মুভি দেখে আপনি যে শুধু বিনোদনই পাবেন এমন না, শেখারও আছে অনেক কিছু। শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জানিয়েছেন ওহেদুল ইসলাম ওয়াহিদ। এই লেখাটি পড়ে আপনি নিশ্চয়ই একমত হতে বাধ্য হবেন যে, বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় মুভি হিসেবেও প্যারাসাইট সেরা!

 

১# কখনো নিজের টিউশনি অন্যজনকে দেবেন না। দিলে দেখবেন তারা অস্কার জিতে গেছে বাট আপনাকে ভুলে গেছে।

২# জীবনে সফল হওয়ার জন্য ইংরেজি জানা লাগে না। একটা সিনেমার কোনো ক্যারেক্টার ইংরেজি জানে না, বলেও না, তাও দেখেন সবাই মিলে অস্কার পায়া গেছে!

৩# ঘরের জন্য সোফা কিনলে একটু বড়সড় দেখেই কিনবেন। তাতে অনেক রকমের কাজে লাগবে।

৪# সোফা সেটে ঘুমানোর আগে বা অন্য কোনো জরুরি কাজের সময় সোফার তল বা তার আশপাশ ভালো করে চেক করে নেবেন! প্যারাসাইট লুকিয়ে থাকতে পারে।

৫# বাচ্চাকাচ্চার জন্য বাসায় টিচার রাখার সময় টিচারদের আইডি কার্ড বা সার্টিফিকেট খুব ভালো করে চেক করবেন। নীলক্ষেত থেকে বানানো মাল হওয়ার সম্ভাবনা ব্যাপক!

৬# একই বাড়িতে এক ফ্যামিলির সবাইকে চাকরি দেবেন না, নইলে মাঝেমধ্যে সবাইকে এক সাথে কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সামনে পড়া লাগতে পারে!

৭# মোবাইল ফোনে কাউকে কোনো কিছু ভিডিও করার সুযোগ দেবেন না!

৮# অন্যের বুদ্ধিতে ঘরে কাজের লোক ঠিক করবেন না! তাইলে মারা খাইবেন।

৯# আপনার বাড়িতে বেজমেন্ট আছে কি না চেক করে নিন। বেজমেন্ট থাকলে কয়দিন পর পর চেক করুন কেউ লুকিয়ে থেকে আপনার ঘরের খাবার চুরি করে খাচ্ছে কি না!

১০# গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন কেউ গাড়িতে কিছু ফেলে গেল কি না!

১১# কারো শরীরের গন্ধ নিয়ে সমালোচনা করবেন না বা নাক সিটকাবেন না!

১২# বাসায় আপনার প্রাপ্তবয়স্ক মেয়ের জন্য মেয়ে টিচারই রাখুন।

১৩# আপনার বন্ধুকে পাথর উপহার দেবেন না। নইলে সেই পাথরের বাড়ি খেয়ে মৃত্যুও হতে পারে!

পরিশেষে, জেনে রাখবেন... লোভে পাপ, পাপে অস্কার।

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টটি কপি করে নিজের নামে চালালে বুঝবেন আপনি নিজেও একজন প্যারাসাইট!

৩৯১৬ পঠিত ... ১৯:০৫, ফেব্রুয়ারি ১২, ২০২০

Top