রাস্তায় ময়লা ফেলার সময় আপনি কি কখনো এসব দেখেন?

১৭৫৫ পঠিত ... ১৯:০০, ফেব্রুয়ারি ০৯, ২০২০

সদ্য শেষ হওয়া চিপসের প্যাকেট বা কোক-পেপসির খালি বোতল ফেলে দিতে আমাদের কখনোই চিন্তা করতে হয় না। হাঁটা-চলা বা বসা যে অবস্থাতেই থাকি না কেন, চাইলেই অনায়াসে রাস্তায়, ড্রেনে কিংবা মাঠে-ঘাটে ছুড়ে ফেলা যায় হাতে থাকা আবর্জনাটা। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার এই জাতিগত ‘অভ্যাস’ আমাদের কবে যাবে, কিংবা আদৌ যাবে কিনা তা নিয়ে আছে বিস্তর সন্দেহ।

আমাদের এই জাতিগত প্রবণতা নিয়েই ডিজাইনার মমিনুর রহমান রয়্যাল বানিয়েছেন দারুণ সব সচেতনতামূলক ছবি। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো করে তিনি রাস্তায় পড়ে থাকা আবর্জনাকেই বেছে নিয়েছেন ছবিগুলোর উপজীব্য হিসেবে। আমরা হয়ত রাস্তায় দেখি, রুচি চানাচুরের প্যাকেট পড়ে আছে। রয়্যাল সেখানে দেখেছেন ‘খাওয়া শেষে রাস্তায় প্যাকেট ফেলার রুচি কবে বদলাবে আমাদের?’ এভাবেই তিনি করে ফেলেছেন একটি সিরিজ, যার নাম দিয়েছেন ‘আমি যা দেখি তুমি তা দেখো?’ এর আগেও পরিবেশ দূষণ, বিশেষ করে শব্দ দূষণ, নিয়ে অসংখ্য চমৎকার কাজ করেছেন রয়্যাল। eআরকির পাঠকদের জন্য আজ থাকছে রয়্যালের ডিজাইন করা চমৎকার এই ছবিগুলো।


#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

 

#১১

 

#১২

 

#১৩

 

#১৪

১৭৫৫ পঠিত ... ১৯:০০, ফেব্রুয়ারি ০৯, ২০২০

Top