সাকরাইনের দিন ফেসবুকে পুরান ঢাকার ফ্রেন্ড খুঁজে বের করার ১০টি টেকনিক

১৯৮৯ পঠিত ... ১৬:২৭, জানুয়ারি ১৪, ২০২০

সাকরাইন যে জানুয়ারির মাঝামাঝি সময়ে হয়, এ কথাটি সবার মাথায় থাকলেও সেটা ১৪ তারিখ নাকি ১৫ তারিখ, সেই কনফিউশন সার্বজনীন! হুট করে ১৪ তারিখ জেনে যাওয়া হয় (অবশ্যই ফেসবুক থেকে) যে আজকেই সাকরাইন, এরপর শুরু হয় এমার্জেন্সি পুরান ঢাকার ফ্রেন্ড খোঁজাখুঁজি। কিন্তু কি অদ্ভুত, সারা বছর (এমনকি সাকরাইনের পরের দিনও!) পুরান ঢাকায় থাকে পরিচিত এমন হাজারো লোক খুঁজে পেলেও, সাকরাইনের দিন কারো নাম মন করতে পারবেন না। তাহলে কী করবেন, তাই বলে কি দেখবেন না সাকরাইনের আতশবাজি আর আকাশে ঘুড়ির মেলা? দেখবেন, অবশ্যই দেখবেন। একটু চালাক হলে অবশ্যই দেখতে পারবেন। eআরকির সাকরাইন গবেষক দল খুঁজে বের করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই পুরান ঢাকার বন্ধু খুঁজে বের করার ১০টি নিনজা টেকনিক। এক্ষুনি এপ্লাই করুন, বিফলে সাকরাইন ফেরত...

১# 'ভালো বাকরখানি খেতে চাই, কোথায় পাওয়া যাবে?'
এমন কিছু লিখে পোস্ট দিন। দেখবেন ফ্রেন্ডলিস্টের যত পুরান ঢাকাবাসী আছে, সঙ্গে সঙ্গে কমেন্টবক্সে এসে বাকরখানির খোঁজখবর দেয়া শুরু করেছে।

২# 'নান্নার বিরিয়ানি, কলকাতা কাচ্চি নাকি রয়ালের তেহারি?'
ফেসবুকে লিখুন এমন জরিপ টাইপ স্ট্যাটাস। কমেন্টবক্সে সবচেয়ে বিশেষজ্ঞ টাইপ মতামত যারা দেবে, সবকটাকে নক দিন। শিওর তাদের সবার বাসা পুরান ঢাকায়...

৩# 'আব্বে হালায় কয় কী', 'তুই হুদাহুদি পেজগি মারোস ক্যালা'
পুরান ঢাকার ভাষায় এমন কোনো পোস্ট দিন। দেখবেন কোনো না কোনো পুরান ঢাকার পাবলিক কমেন্টবক্সে ভাষার ভুল ধরিয়ে দিতে হাজির হয়ে যাবে। নগদে ধরা...

৪# ফেসবুকে লিখুন, 'গেন্ডারিয়ার সাকরাইন সবচেয়ে ভালো', বা 'শাঁখারীবাজারের ঘুড়ি ওড়াওড়িই বেস্ট'! এরপর কোন এলাকায় কে থাকে এবং কোন এলাকায় আতশবাজি, ঘুড়ি ওড়াওড়ি এসব সবচেয়ে ভালো, কমেন্টবক্সেই জেনে নিন।

৫# 'জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি, সাকরাইনটা মিস হয়ে গেল'
এই পোস্ট দেয়ামাত্রই দেখবেন, পুরান ঢাকার যত পরিচিত মানুষ আছে সবাই কমেন্ট করে আফসোস জানাচ্ছে। এর মধ্যে যেকোনো একজনের আফসোসের মিটিয়ে দিন।

৬# 'পুরান ঢাকার ছেলে/মেয়েরাই সবচেয়ে ভালো প্রেমিক/প্রেমিকা হয়'
এই স্ট্যাটাস দিয়ে খেয়াল করুন, কারা কারা লাভ রিয়েক্ট দিচ্ছে। নিশ্চিত থাকুন, তাদের বাসাই পুরান ঢাকা।

৭# ফেসবুকে খুব গুছিয়ে এবং বিশ্বাসযোগ্য ভঙ্গীতে লিখুন, 'বিবিসি থেকে সাকরাইন কভার করার কাজ পেয়েছি, ইউরোপ থেকে আমার কিছু বান্ধবী এসেছে, ওরাও সাকরাইন দেখতে চায়!' এরপর দেখবেন, আপনার ফ্রেন্ডলিস্টের সবাই পুরান ঢাকার কিংবা সবারই পুরান ঢাকায় পরিচিত কেউ না কেউ আছে।

৮# 'শাঁখারীবাজার এসে রাস্তা হারিয়ে ফেলেছি, কেউ কি একটু বলবেন তাঁতীবাজারটা কোনদিকে?'
এমন পোস্ট দিলে খুব ইমিডিয়েট রেসপন্স পাবেন। যারা যারা রাস্তাঘাট চেনাতে আসবে, তাদেরকে জিজ্ঞেস করুন, 'আপনার বাসা কোথায়? ছাদে ঘুড়ি ওড়ানো যাবে?'

৯# 'সাকরাইন একটা বাজে ফেস্ট, কেন যে এগুলো করে মানুষ!'
স্ট্যাটাস দেয়ামাত্র কমেন্টবক্সে শুরু হবে বিতর্ক।

১০# 'পুরান ঢাকায় যাদের বাসা সবাইকে ডিলিট দিচ্ছি'
এই স্ট্যাটাসেও যদি কোনো পুরান ঢাকার অধিবাসী কমেন্ট না করে, বুঝবেন আপনার পরিচিত আসলেই কোনো পুরান ঢাকার লোক নাই!

১৯৮৯ পঠিত ... ১৬:২৭, জানুয়ারি ১৪, ২০২০

Top