গ্রুপ স্টাডিতে যে ১০ ধরনের গ্রুপ মেম্বার অবশ্যই থাকবে

২১৯১ পঠিত ... ১৭:৪০, ডিসেম্বর ১৪, ২০১৯

বিশ্ববিদ্যালয় জীবনে গ্রুপ স্টাডি একটি অপরিহার্য বিষয়, ইচ্ছা বা অনিচ্ছায় এই কাজটি আপনাকে (আপনাদের!) করতেই হয়! এসাইনমেন্ট দিলো, করো এখন গ্রুপ স্টাডি। প্রেজেন্টেশন সামনে, চলো করি গ্রুপ স্টাডি! এই গ্রুপ স্টাডিগুলো কতটুকু লাভজনক হয় সে আলাপে নাহয় না-ই গেলাম! কিন্তু গ্রুপ স্টাডিতে আসলে কী হয়, অভিজ্ঞতা থাকলে আপনি নিশ্চয়ই জানেন। প্রতিটি গ্রুপ স্টাডিতে কয়েক ধরনের কমন মেম্বার থাকে, যাদের কর্মকান্ড খেয়াল করলেই বুঝা যায় গ্রুপ স্টাডি করে আপনি কতটুকি উচ্চশিক্ষিত হতে পারবেন। eআরকির আইডিয়াবাজদের দল গ্রুপ স্টাডি করে খুঁজে বের করেছে গ্রুপ স্টাডিতে থাকা কিছু কমন মেম্বারদের!

 

১# গ্রুপ স্টাডির সবচেয়ে নিরীহ ও অসহায় শিক্ষার্থী 'লিডার' হিসেবে পরিচিত। এই ব্যক্তিটি দেশের মন্ত্রীদের বৈশিষ্ট্যের বিপরীত। মন্ত্রীরা একবার ক্ষমতা পেলে আর ছাড়তে চান না। ইনি প্রতি আড্ডায় দশবার করে 'লিডারশিপ' ছাড়ার হুমকি দেন।

২# একজন 'লেট লতিফ' থাকবেই। ইনি শপথ করবেন, আগামীকাল অবশ্যই টাইমলি আসবেন। সবার আগে আসবেন, এবং যথারীতি তিনি পরেরদিন 'লেট' করেই আসবেন!

৩# একজন চূড়ান্ত অমনোযোগী থাকবেই। সবাই সিরিয়াস হয়ে আলোচনা করছে, তখন তিনি একটু ফেসবুকে ঢু মারবেন। আলোচনার মাঝে জিজ্ঞেস করবেন, আমরা যেন কোথায় ছিলাম?

৪# গ্রুপ স্টাডি থেকে পাওয়া একটি গবেষণায় দেখা গেছে, গ্রুপ স্টাডিতে আলোচ্য বিষয় নিয়ে মাত্র ১% আলোচনা হয়। বাকি সময় প্রেম এবং ফেসবুকে 'ট্রেন্ডি' বিষয় নিয়ে হা হা হু হু হয়।

৫# একজন থাকবে, যিনি দুপুরে জানাবেন আগামীকাল গ্রুপ স্টাডিতে তিনি আসতে পারবেন না। বিকেলে আবার জানাবে যে আসতে পারবে। রাতে আবার জানাবে যে পারবে না। মধ্যরাতে বলবে, 'আচ্ছা, আমি আসব। তোদের যখন আমি একদিন না আসলে মহাভারত অশুদ্ধ হয়েই যাবে... আসলামই না হয়...'

৬# একজন প্রেমিক-প্রেমিকা থাকবে, যার ব্যক্তিগত রাগ, অভিমানের জন্য গ্রুপ মেম্বারদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। মাঝেমধ্যে গ্রুপ স্টাডি বাতিল করে দিতে হয়...

৭# গ্রুপে একজন থাকবে, যে একজন নিরলস কর্মী। সে সবার চেয়ে বেশি কাজ করে, মাঝেমধ্যে লিডারের চাইতেও বেশি। তবে বেশিরভাগ সময় সে সবার চেয়ে কম নাম্বার পায়! ওদিকে যাকে খুব পরিশ্রমী ভেবে গ্রুপে নিবেন, দেখা যায় সে মহা ফাঁকিবাজ!

৮# গ্রুপের মধ্যে সাব-গ্রুপ থাকবেই। একজন হয়ে উঠবে সেই সাব-গ্রুপের নেতা।

৯# এমন একজন সদস্য থাকবেই, যে প্রতি আড্ডায় আফসোস করবে, 'কেন যে এই গ্রুপে আসছিলাম!'

সব টপিক 'এডাল্ট কনটেন্ট' বানিয়ে ফেলার মতো একজন জিনিয়াস থাকবেই!

এবং, একটু পর পর গ্রুপ স্টাডিতে যে কথাটা শোনা যাবে তা হলো, 'আচ্ছা আমাদের যেন কী নিয়ে আলোচনা করার কথা ছিল?'

২১৯১ পঠিত ... ১৭:৪০, ডিসেম্বর ১৪, ২০১৯

Top