Not Gonna Tell My Kids : যে ১০টি কথা ভবিষ্যতে বাচ্চাদেরকে কেউই বলবেন না

১৬৮২ পঠিত ... ২০:২৮, ডিসেম্বর ০৬, ২০১৯

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড 'gonna tell my kids' এ অংশগ্রহণ করে বাংলার ফেসবুকারদের সবাই কমবেশি জানিয়েছে, তারা তাদের বাচ্চাকে কী কী বলবে। কিন্তু আমাদের জেনারেশনের বাবা মা তাদের বাচ্চাকে এমন কী কী আছে, যা ভুলেও বলতে পারবে না? আপনাদের ভাবতে হবে না, আমরাই ভাবতে ভাবতে খুঁজে বের করেছি এমন সব কথাগুলো, যেগুলা ভবিষ্যতে 'কিডস'কে বলার প্রশ্নই আসে না!

১. তোর আম্মুকে যে তিনটা ছেলে কলেজ ভার্সিটিতে পড়ার সময় আদর করে বউ ডাকতো, তারা কেউ তোর বাবা না।

২. তোর আব্বু যাদেরকে বলেছিলো, 'তোমাকে না পেলে মরে যাবো' তাদের কেউ তোর আম্মু না। তারপরও আমি বেঁচে আছি।

৩. আমার সিজিপিএ ছিলো ১.৭৮।

৪. গার্লস স্কুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় মেয়ে দেখত তোর আব্বা।

৫. এই মেয়ের নাম মিয়া খলিফা। তোর আব্বা এর কোনো ভিডিও মিস দিতো না। এখনো দেয় না।

৬. তোর আম্মু পার্লার থেকে মেকআপ করে এসে একশোটা ছবি তুলে একটা বাছাই করে আপলোড দিয়ে ক্যাপশন দিতো হ্যাশট্যাগ নো মেকাপ, হ্যাশট্যাগ সাডেন ক্লিক, হ্যাশট্যাগ ক্যান্ডিড।

৭. তোর বাপ গভীর রাতে মেয়েদেরকে ফেসবুকে মেসেজ দিয়ে বলতো, 'তোমাকে আমার খুব ভালো লাগে। সেন্ড মি ন্যুডস!'

৮. তোর আম্মু/আব্বু ফেসবুকে অন্যের লেখা কপি করে নিজের নামে চালায়ে দিত। সেখানে কমেন্টে কেউ প্রশংসা করলে বলতো, থ্যাংকস। দোয়া করবেন যেন এভাবেই লিখে যেতে পারি।

৯. তোর এই বয়সে আমরা ক্লাস পলায়ে ডেটিংয়ে যাইতাম।

১০. তোর আব্বু/আম্মুর প্রিয় গান ছিলো, 'বা* চাঁদ উঠেছিলো গগনে!'

১৬৮২ পঠিত ... ২০:২৮, ডিসেম্বর ০৬, ২০১৯

Top