জীবনের যে ১০টি সময়ে হাসি ঠেকাতে পারলেও কাশি ঠেকাতে পারবেন না

২৪১০ পঠিত ... ১৮:০৮, ডিসেম্বর ০৫, ২০১৯

প্রকৃতির ডাকের মতোই কাশি জীবনের এক দুর্দমনীয় জিনিস। এটি যখন আসবে, বীরের মতোই আসবে। তাকে ঠেকানোর সাধ্য আপনার-আমার কারোরই নেই। হাস্যকর সব মুহূর্তে হাসির বদলে চলে আসে কাশি! কিন্তু কখন আসে কাশি? সেই সময়ক্ষণই আন্দাজ করার চেষ্টা করেছে eআরকির গবেষক দল।

১# যখন আম্মু জিজ্ঞেস করবে, কিরে, কাল রাতে কাশির ওষুধ খেয়েছিস তো? আর আপনি লম্বা করে ‘হ্যাঁ’ বলার পর...

২# ‘সেই চিরন্তন’ আত্মীয়রা বাসায় এসে যখন জিজ্ঞেস করে 'তারপর? তোমার সিজিপিএ কত?'

৩# পরীক্ষার হলে পিনড্রপ সাইলেন্সের সময় যে কোন একজন কাশি দিলে...

৪# সিঁদ কেটে চুরি করে সবকিছু ঝোলায় ভরে একেবারে বের হওয়ার সময়...

৫# শীতের রাতে কম্বল থেকে ঠ্যাং বেরিয়ে গেলে... সামনেই আসছে এই পরিস্থিতি!

৬# হিন্দু ধর্মাবলম্বীরা কখনও তীর্থে গেলে... কাশিতেই তো যেতে হয়!

৭# বাংলাদেশ ক্রিকেট দলের দুরবস্থার সময় কেউ স্কোর জিজ্ঞেস করলে

৮# ক্রাশ ভুল করে আপনার নাম্বারে ফোন করে ফেললে যখন আপনি রিসিভ করেন...

৯# প্রতিদিন আধাঘণ্টা দেরি করে আসার কারণ যখন বসের সামনে ব্যাখ্যা করতে যান

১০# পরকীয়ার সময় অন্য কেউ চলে এলে যখন আপনি খাটের নিচে লুকান...

২৪১০ পঠিত ... ১৮:০৮, ডিসেম্বর ০৫, ২০১৯

Top