ব্রুস লি'কে নিয়ে ইন্টারনেটে প্রচলিত ১০টি রসিকতা ও ওয়ান লাইনার

১৮৩৬ পঠিত ... ১৯:৫৯, নভেম্বর ২৭, ২০১৯

লি ইয়্যুন-ফান, পেশাগতভাবে ব্রুস লি বলে পরিচিত ছিলেন। চাইনিজ-আমেরিকান এই অভিনেতা ডিরেক্টর, মার্শাল আর্ট আর্টিস্ট ও নির্দেশক, অনুপ্রেরণামূলক নানান চিন্তার জন্যেও বিখ্যাত ছিলেন। তাকে অনেকে একজন দার্শনিকও মনে করেন। ১৯৪০ সালের ২৭ নভেম্বর জন্ম নেয়া এই ক্ষণজন্মা শিল্পী মারা যান মাত্র তেত্রিশ বছর বয়সে। কিংবদন্তী এই অ্যাকশান তারকাকে নিয়ে রয়েছে অজস্র কৌতুক ও ওয়ানলাইনার্স। eআরকির পাঠকদের জন্যে ব্রুলস লিকে নিয়ে কিছু রসিকতা শেয়ার করা হলো।



১#

: ব্রুস লি জোক বলায় এতো ভালো কেন?

: কারণ যদি তার পাঞ্চ লাইন কাজ নাও করে, তার অব্যর্থ কিক তো আছেই।

 

২#
আমরা সবাই ব্রুস লি আর তার ছেলে ব্র্যান্ডন লিকে চিনি। কিন্তু আপনি জানেন কি  ব্রুস লির আরেক ভাই আছে, সিরিয়াস লি?

 

৩#

: ব্রুস লি’র প্রিয় ড্রিংক কী?

: ওয়াটাহ!

 

৪#

: ব্রুস লি’র প্রিয় ফেস্টিভাল কোনটি?

: দিওয়ালি।

 

৫#

: ব্রুস লির প্রিয় চিত্রশিল্পী কে?

: সালভাদর দালি।

 

৬#

: ব্রুস লি কখন মারা গেছে?

: ফাইনালি।

 

৭#

প্রতিটি সফল মানুষের পেছনে একজন নারী আছে। প্রতিটি মৃত লোকের পেছনে আছে একজন ব্রুস লি।

 

৮#
এক লোক এতোই বেশি বোকা যে, সে মনে করে ‘ব্রুস লি’ একটা এডভার্ব।

 

৯#

: ব্রুস লির বিরুদ্ধে ভয়াবহ গোপন অস্ত্র বহনের অভিযোগ আনা হলো। কারণ তার পকেটে তখন ছিলো তার দুই হাত। 

 

১০#

ব্রুস লি'র প্রিয় রঙ কী বলুন তো? এখনো বুঝলেন না? সোনা-লি! 

১৮৩৬ পঠিত ... ১৯:৫৯, নভেম্বর ২৭, ২০১৯

Top