স্পেনের টমেটো আর ভারতের গোবর ছোড়াছুড়ির মতো বাংলাদেশে যে ১০টি উৎসব হতে পারে

১১৩৫ পঠিত ... ১৬:১৮, নভেম্বর ১৫, ২০১৯

জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমার মাধ্যমে আমরা অনেক আগে থেকেই স্পেনের তরুণ-তরুণীদের পাকা টমেটো ছোড়াছুড়ির উৎসব ‘লা টমাটিনো’র সাথে পরিচিত। স্পেনের লা টমাটিনোর আদলে ভারতের তামিল নাড়ুর তরুণ-তরুণীদের একে অন্যের দিকে গোবর ছোড়াছুড়ি করার মাধ্যমে ‘লা গোবরানা’ নামের একটি উৎসবের খবর প্রকাশিত হয় দৈনিক আমাদের সময় পত্রিকায় (১১ নভেম্বর)। অনলাইনে একটি ভিডিও বেশ ভাইরালও হয়। আরো একটু খোঁজখবর নিলে হয়তো বিশ্বের আরো অনেক দেশেই এমন ছোড়াছুড়ির উৎসবের খোঁজ খবর পাওয়া যাবে।

তবে উৎসব প্রিয় জাতি হিসেবে আমাদের পিছিয়ে থাকাটা একদমই মানায় না। আমাদেরও ছোড়াছুড়ির কিছু উৎসবের দরকার। কিন্তু কী ছুড়বো আমরা! টমেটো, গোবর নাকি অন্যকিছু! এমন চিন্তা থেকেই 'eআরকি উৎসব গবেষক দল' একে অন্যের দিকে প্রচুর আইডিয়া ছোড়াছুড়ির মাধ্যমে আমরা কী কী ছোড়াছুড়ি করতে পারি তা বের করে ছুড়ে দিতে চেয়েছে আপনাদের দিকে।


১# কাদা

নিজের গায়ের কাদা (দোষও পড়তে পারেন) ছোড়াছুড়ি আমাদের জাতিগত ঐতিহ্য। এই ঐতিহ্যকে একটা উৎসবের আমেজ দিয়ে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়া যাবে।

 

২# স্ক্রিনশট

ফেসবুক সেলিব্রেটিদের স্ক্রিনশট নিয়ে যুদ্ধ লেগেই থাকে ফেসবুকে। এই যুদ্ধ ব্যাপারটিকে উৎসবের মাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপন করা যাবে।

 

৩# ভোট

ভোট এতদিন রাতের আধারেই দেয়া হতো। এতে এটার উৎসব টাইপ আমেজটা কমে গেছে। এই খেলায় মূলত একপক্ষ অন্যপক্ষের ব্যালটে সিল মারবে। ফলে ভোট আগের মতো উৎসবের আমেজে আবারো ফিরে আসবে, নির্বাচন বা ফলাফলও একপাক্ষিক হবে না।

 

৪# লিংক

আড়ালে আবড়ালে, হোমপেজে না হইলেও ইনবক্সে আমরা লিংক নিয়ে পাস-পাস খেলা জাতি। উৎসবে মূলত সবাই হোমপেজেই লিংক ছোড়াছুড়ি করতে পারে।

 

৫# ওয়াসার পানি

শতভাগ সুপেয় এই পানির এমন একটা অর্জন না থাকলে এটা আমাদের জন্যই বরং লজ্জার। ওয়াসার পানি ছোড়াছুড়ি উৎসবে পরিণত হলে সেখানে ওয়াসার কর্মকর্তারাও অংশগ্রহণ করতে পারবে, পালিয়ে থাকা লাগবে না।

 

৬# ঘুষ

ঘুষকেও আমাদের জাতিগত ঐতিহ্য বলাই যায়। এমন একটা ঐতিহ্য আর কতকাল টেবিলের নিচে থাকবে! উৎসবের মাধ্যকে এটাকে টেবিলের উপর আনার সময় হয়ে এসেছে এবার।

 

৭# ট্রিট

বন্ধুদেরকে ট্রিট দিতে গেলে প্রায়ই সেখানে দু-একজন মিস হয়ে যায়। ফলে মিস হওয়া বন্ধুটি সারাজীবন খোটা দিয়ে যায়। কিংবা নতুন করে তাকে ট্রিট দিতে গেলে সেখানে আরো কেউ অ্যাড হয়ে খরচও বেড়ে যায়। বছরের একটা নির্দিষ্ট সময়ে সারা বছরের ট্রিট জমা রেখে ছোড়াছুড়ি উৎসব শুরু হলে আর কেউই মিস যাবে না।

 

৮# মোটিভেশন

দেশে এখন মোটিভেশনের ভোক্তার চেয়ে বক্তাই বেশি। মোটিভেশন নিতে না চাইলেও সবাই ছুড়ে দিতে চায়! এত এত মোটিভেশন বক্তা যে দেশে, সে দেশে এই মোটিভেশন নিয়ে একটা ছোড়াছুড়ির উৎসব হতেই পারে।

 

৯# আলোর পথ

সাকিব আল হাসানের ছবি থেকে শুরু করে জয়া আহসানের ছবি সব জায়গার কমেন্ট বক্সেই আলোর পথের দাওয়াত দেখা যায়। আলোর পথের দাওয়াত কেবল তারা কেন পাবে! এটাকে উৎসবের আমেজে নিয়ে এসে মিছিলে মিছিলে আলোর পথে যাওয়া যাবে।

 

১০# চেয়ার

রাজনৈতিক সভা-সেমিনারে চেয়ার ছোড়াছুড়ি উৎসবের সাথে আমরা এনেক দিন ধরেই পরিচিত! সেই উৎসবের ভিডিও মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। চেয়ার ছোড়া যেহেতু নিয়মিত ঘটনা সেহেতু এখানে মজা আছে বলা যায়। এমন মজার বিষয় আর কতকাল ওই উপরতলার ভাইদের দখলে থাকবে! উৎসবের মাধ্যমে সাধারণ মানুষকেও এর ফিলটা দেয়া উচিত।

১১৩৫ পঠিত ... ১৬:১৮, নভেম্বর ১৫, ২০১৯

Top