লিফটে ওঠার সময় যে ১২টি নিয়ম না মানলে লিফট চালু হবে না

৪৬৪২ পঠিত ... ২০:১৩, নভেম্বর ১৪, ২০১৯

লিফটে ওঠার (এবং নামার, যদি না আপনি লিফটে মারা গিয়ে থাকেন!) অভিজ্ঞতা আমাদের সবারই আছে! লিফটে ওঠার আগ থেকে লিফটযাত্রা এবং লিফট থেকে নামা পর্যন্ত আমরা বিভিন্ন রকমের মানুষদেকে দেখি, যারা লিফটে বেশ কিছু অদ্ভূত নিয়ম মেনে চলেন বলে মনে হয়। ভাবটা এমন যেন এইসব কাজকর্ম না করলে লিফট কোনোভাবেই চালু হতো না! লিফটে ওঠার সেইসব অদ্ভূত নিয়মকানুন খুঁজে বের করেছেন eআরকির 'লিফট কারা দে' গোত্রীয় আইডিয়াবাজদের দল। লিফটে ওঠার সময় এগুলো মনে রাখতে ভুলবেন না যেন!

 

১# লিফট আসার জন্য বাটন বারে বারে চাপবেন। যত বেশি বাটন চাপবেন, লিফট তত দ্রুত আসবে।

২# ফোনের যাবতীয় কথা লিফটে বলার জন্য জমিয়ে রাখবেন, কথাও খুব জোরে জোরে বলবেন। লিফটে ফোনের নেটওয়ার্ক খুব ভালো থাকে।

৩# লিফটম্যানের জন্য যে টুল থাকে, সবার আগে সেখানে গিয়ে বসে পড়বেন। আপনাকে বসার সুযোগ করে দিতে পেরে লিফটম্যান ধন্য হয়ে যাবে।

৪# লিফটে উঠে যত পারেন হাঁচবেন, খুক খুক করে গলা খাকাড়ি দেবেন। সহযাত্রীদের স্বাস্থ্যের জন্য এইগুলো খুব ভালো।

৫# লিফটের সামনে লাইন থাকলে তার তোয়াক্কা না করে আগে আগে ঢুকে যাবেন। আপনি যে ঢাকার নতুন নবাব সলিমুল্লাহ, সেটা মানুষ নতুন করে টের পাবে।

৬# কারো সাথে লিফটে দেখা হলে যাবতীয় কুশলাদি বিনিময়, ব্যক্তিগত আলাপ জোরে জোরে কথা বলে সেরে ফেলবেন। ইহজীবনে আর দেখা নাও হতে পারে।

৭# লিফটে ভিড়ের কারণে উঠতে না পারলে সিঁড়ি দিয়ে ওঠা বা নামার সময় প্রতিটি তলায় বাটন চেপে রাখবেন। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না।

৮# লিফটে উঠে যদি টের পান যাত্রী অতিরিক্ত হয়ে গেছে, তাহলে যে-ই নামুক, আপনি কখনোই নামবেন না। আপনার সময়ের যে মূল্য! বাকিদের সময়ের দাম সেই তুলনায় তুচ্ছ।

৯# লিফটে একা থাকলে অবশ্যই কলম বা মার্কার দিয়ে নিজের নাম ও প্রেমিক/প্রেমিকার নাম লিখবেন। আপনি লিফটে লিফটে ছড়িয়ে দেবেন- সে আপনার।

১০# লিফটে আয়না থাকলে অতি অবশ্যই একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। কারণ, আপনি ছাড়া এই দুনিয়ায় কেউ কোনদিন আর লিফটে চড়ার দুর্লভ সুযোগটা পায়নি!

১১# লিফট ওঠার সময় আগে নামতে না দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে যান। কারণ, লিফট একটা সম্প্রসারণশীল জিনিস। আগে নামতে না দিয়ে লিফটে উঠে পড়লে তাতে লিফটের জায়গা বাড়ে।

১২# ভিড়ের মাঝে লিফটে ওঠার সময় কাঁধে ব্যাগ থাকলে সেটা হাতে নেয়ার কোন দরকার নেই। কারণ আপনার ব্যাগের দ্বারা কারো হাতে-মুখে আঘাত পেলে সেটা তার ব্যাপার। আপনি সেখানে আর কী করতে পারেন?

৪৬৪২ পঠিত ... ২০:১৩, নভেম্বর ১৪, ২০১৯

Top