'দিতে পারো একশ' ফানুস এনে' কবিতাটি হুমায়ূন আহমেদ ফেসবুকে পোস্ট করলে যেমন কমেন্ট আসতো

৭৪৫১ পঠিত ... ০৫:৩৪, নভেম্বর ১৩, ২০১৯

বাংলার ফেসবুক এবং ফেসবুক লেখালেখির 'পিক' সময়টায় হুমায়ূন আহমেদ ছিলেন না। ফেসবুকে লেখালেখিও করেননি তিনি। একটু ভাবুন, তিনি যদি অন্যান্য 'ফেসবুক লেখক'দের মতো ফেসবুকে লেখালেখি করতেন? এই যেমন ধরুন, তার লেখা একটি কবিতার তিন লাইন ফেসবুকে খুব দেখা যায়, সবাই বড় ভালোও বাসেন এই লাইনগুলো-

দিতে পারো একশ' ফানুস এনে
আজন্ম সলজ্জ সাধ
একদিন আকাশে কিছু ফানুশ ওড়াই।

এই তিনটা লাইন যদি ফেসবুকার হুমায়ূন আহমেদ ফেসবুকে পোস্ট করতেন, কেমন কমেন্ট দেখা যেত সেখানে? সেলিব্রেটি এবং লেখক এবং ফেসবুক লেখকদের কমেন্টবক্স সম্পর্কে বিশাল গবেষণা করে তা ভেবে বের করেছেন eআরকির সেলেব-কমেন্ট গবেষক দল।

humayun ahmed faceboo


১# ওই বেটা, সলজ্জ মারাস? তোর লজ্জা শরম আছে নাকি? নিজের মাইয়ার বান্ধবীরে বিয়া করছে তার আবার লজ্জা!

২# জীবনে তো ওড়াওড়ি কম করেন নাই ওস্তাদ! দুই জায়গায় ওড়াওড়িতো আমরাই দেখলাম। আকাশে আবার কোনটার কাছে যাইবেন?

৩# এইসব ফানুশ টানুশ ওড়ানো বেদাতি কাজ! পূঁজার সামিল। আপনার আব্বা একজন নামাজি মানুষ ছিলেন। একজন মুসলমানের সন্তান হিসেবে আপনার কাছ থেকে এইসব আশা করা যায় না! আল্লাহ আপনাকে হেদায়েত করুক।

৪# স্যার, আপনারে দিয়ে কবিতা হবে না! শুধু শুধু চেষ্টা করছেন। তিন লাইন লিখছেন তাও ছন্দ-মাত্রা কিছুই নাই! তার উপর শব্দের অতি ব্যবহার। ফানুশ শব্দটা লিখছেন দুইবার। এত সীমিত শব্দ ভান্ডার নিয়ে কবিতা হয় না। আপনি সস্তা উপন্যাসই লেখেন।

৫# ৪ নাম্বার কমেন্টকারীকে বলছি, ওই বেটা দুই দিনের কবি, তুই কবিতার বুঝোস কী! শুধু কঠিন কঠিন দুর্বোধ্য শব্দ লিখলেই কবিতা হয়? প্রথম চৌধুরীর ‘রচনার শিল্পগুণ’ পড়িস নাই! হুমায়ূন স্যার, আপনি কবিতা লিখেন। বইও বের করেন। আপনি কবিতা লেখা শুরু করলে এইসব দুই-দিনের কবিদের ভাত শেষ!

৬# ৫ নাম্বার কমেন্টকারীকে বলছি-ভাই, প্রথম চৌধুরী না নামটা প্রমথ চৌধুরী হবে! শালা আবাল। আসছে উপদেশ দিতে!

৭# বইমেলায় এবার কবিতার বই আনছেন নাকি? আপনি বস পুরা মার্কেট দখল কইরা ফেলতেছেন। কবিতার বইও বেস্ট সেলার হবে। এগিয়ে যান বস।

৮# ব্যারিস্টার সুমনের পক্ষ থেকে আদাব, নমস্কার, সালাম ও শুভেচ্ছা। কান হেলালের পক্ষ থেকে ব্লাব্লাব্লাব্লা, রিপন ভিডিও ব্লাব্লাব্লাব্লা, গাছ কাটা বেডির পক্ষ থেকে ব্লাব্লাব্লাব্লা............

৯। গরিবের রিপন ভিডিও! বা*র কবিতা লিখছেন। রিপন ভিডিও আপনার চেয়ে ভালো ছন্দ লেখে! হাহাহাহাহ!

১০# লিখবেন তো কবিতা। ফিলিস্তিনে, কাশ্মিরে এত এত মুসলমান মারছে। তা নিয়ে তো কিছু লিখবেন না। সেসব নিয়ে লিখলে যে আপনাদের পরনের কাপড় থাকবে না। শালা দালাল। শালা নাস্তেক।

১১# তাসনিম ফারিয়া, তোকে এই ভাইয়ার কথা বলছিলাম। দারুণ কবিতা লেখা। গল্পও ভালো লেখে। পড়।

১২# যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিলো গগণে! *লা চাঁদ উঠেছিলো গগণে। *ড়া চাঁদ উঠেছিলো গগণে। বাইন*দ চাঁদ উঠেছিলো গগণে...

১৩# তাহসিনেশন ব্রো, এই হালারে একটু লবণ মরিচ লাগাইয়া রোস্ট কইরা দেন। হালা বেশি উড়তাছে!

১৪# (তাহসিনেশনের কমেন্ট) চ্যালেঞ্জ এক্সপেক্টেড! এই কমেন্টে ১০ লক্ষ রিপ্লাই আসলেই খেলে দিবো। এই হালারে লবণ মরিচের সাথে পেঁয়াজসহ রোস্ট করুম।

১৫# আপনার হিমু সিরিজ দিয়ে কী বুঝাইতে চাইতেছেন? একটা দেশের একটা প্রজন্মকে লক্ষহীন বাউন্ডুলে বানানোর অপচেষ্টা! এই দেশের যুবসমাজকে ভুল পথে টানার জন্য ভারতের কাছ থেকে কত টাকা পান? শালা সাম্রাজ্যবাদের দালাল!

১৬# মূলত ১০০টি ফানুশ উড়িয়ে আপনি এই সরকারের অপশাসনের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ করতে চেয়েছেন। ১০০ না, ১ লক্ষ ফানুশ উড়ান। টাকা আমি দিবো! VPN নিউইয়র্ক গোস্ট লেনের পক্ষ থেকে শুভকামনা!

১৭# ভাইয়া, এইটা আমার গার্লফ্রেন্ডের আইডি। আমার আইডি কোহেলহো কাশেম। কবিতা লিখি টুকটাক। আপনার কবিতার ভক্তও। অনেকদিন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রেখেছেন। এক্সেপ্ট প্লিজ!

১৮# একদিন কেন ফানুশ উড়াবেন? প্রেম কি মানুষ কেবল একদিন করে? প্রেম অনন্ত। অবশ্য আপনাদের এইসব বলে লাভ নেই! এইসবের মর্ম আপনারা বুঝবেন না। ফুলে ফুলে উড়ে মধু পানের অভ্যাস আপনাগো বহুদিনের! এজন্য এক একদিন এক একজনরে ধরেন।

১৯# স্যার, কাল বিকেলে বইমেলায় থাকবেন? আমি নীল শাড়ি পড়ে আসবো! আপনার বই কিনবো, অটোগ্রাফ নিবো, আর ছবিও তুলবো!

২০# ভাই, পাবলিক করেন।

২১# শেয়ার দিতে পারি?

২২# ভাই, লেখাটা নিলাম।

২৩# অনলাইনে ফানুস অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে। লিঙ্ক- www.100fanush.com
*১০০টার বেশি ফানুস একসাথে অর্ডার নেয়া হয় না।

২৪# স্যার, আপনি একজন সম্মানিত মানুষ। এই বয়সে এসে আপনি যে দ্বিতীয় বিয়েটা করলেন, আপনার ভক্তরা আপনার কাছ থেকে কী শিখবে?

২৫# (২৪ নাম্বার কমেন্টকারীকে) আর বইলেন না ভাই! এরা হিপোক্রেট! লেখার সময় লেখে, পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই। অথচ নিজেই খারাপ বাবার উদাহরণ। এদেরকে এইসব নীতিকথা বলে লাভ নেই। এরা নিজের স্বার্থ দেখে। স্বার্থবাজ একটা!

২৬# u r my fav riter. luv u humayun ajad. humayun iz best.

২৭# কীভাবে যে আপনি আমার মনের কথাটাই লিখে ফেলেন, মনে হয় যেন আমার লেখার কথা ছিল, মন থেকে চুরি করেছেন। শেয়ার দিলাম ভাই।

২৮# কপি করা পোস্ট। এইটা 'হুমায়ূন আহমেদের উক্তি' পেজে কালকেই দেখলাম... এত বড় রাইটার হয়েও কপি করেন, ছিঃ।

৭৪৫১ পঠিত ... ০৫:৩৪, নভেম্বর ১৩, ২০১৯

Top