'আজ তুমি নেই, বাট আই ডোন্ট কেয়ার' এই কথাটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে ১০টি বস্তু বলতে পারে

১৬১৩ পঠিত ... ২১:২২, নভেম্বর ১১, ২০১৯

সম্প্রতি বেইলী রোডের একটি 'সঙ্গীতানুষ্ঠানে' তাহসান ভাই গেয়েছেন, 'একদিন এই বেইলী রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই। বাট আই ডোন্ট কেয়ার...'! বুকের একেবারে গভীর থেকে উঠে আসা তাহসান ভাইজানের এই কষ্টের কথাগুলো খুব ঘুরছে-ফিরছে মানুষের মুখে মুখে। এর মধ্যে সবচেয়ে বেশি যে কথাটি সবার মন কেড়েছে, তা হলো 'আই ডোন্ট কেয়ার'! জীবনে অনেকবারই এই অনুভূতি আমাদের হয়, অন্য কারোও হয় আমাদের ব্যাপারে। কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুরা যদি আমাদেরকে বলে আই ডোন্ট কেয়ার? কোন কোন বস্তু বলতে পারে, বলবেই বা কী? ড্যামকেয়ার ভাব নিয়ে তা ভেবেছিলেন eআরকির কেয়ারফুল আইডিয়াবাজদের দল।

 

১# মাসের শেষে মানিব্যাগ

মাসের শুরুতে আমরা ছিলাম চোখে চোখে। আজ তোমার চোখে আমি নেই। বাট আই ডোন্ট কেয়ার।

 

২# শীতের শেষে শীতের জামা

এতদিন এক অদ্ভুত মায়ায় আমরা ছিলাম একে অন্যেয় কায়ায়। আজ তুমি নেই। বাট আই ডোন্ট কেয়ার।

 

৩# অবহেলায় হারিয়ে যাওয়া ছাতা

বৃষ্টিতে রোমান্টিক হয়েছি তিনজন মিলে। তোমরা নিচে আমি উপরে। আজ তোমরা গিয়েছো হারিয়ে। বাট আই ডোন্ট কেয়ার।

 

৪# বেইলী রোড

এই বুকে কতশত প্রেম দিয়েছি বাঁধি। কিন্তু আজ আমি অপরাধী। বাট আই ডোন্ট কেয়ার।

 

৫# সিগারেটের ফিল্টার

আমাদের কিছু সময় ছিলো চুমুময়। অথচ কাজ শেষে পায়ের তলায় পাড়িয়েছো আমায়। বাট আই ডোন্ট কেয়ার।

 

৬# ইয়াহু মেসেঞ্জার

একদিন আমরা অন্তর্জালে কত প্রেম করেছি বার্তায়। কিন্তু আজ তুমি ফেসবুক, গুগলে। বাট আই ডোন্ট কেয়ার।

 

৭# কোল্ড ড্রিংকসের বোতল

গভীর আবেশে সময় কেটেছে কত চুমুকে চুমুকে। কিন্তু তোমার খাওয়া শেষে আমি ডাস্টবিনে। বাট আই ডোন্ট কেয়ার।

 

৮# নতুন সড়ক আইনের পর বাইকাররা

একদিন কত প্রেম করেছি আমরা দারুণ সমঝোতায়। কিন্তু আজ তুমি জরিমানা করো। বাট আই ডোন্ট কেয়ার।

 

৯# ফেসবুকে অন্য রিয়্যাকশন আসার পর লাইক বাটন

একদিন আমাকে না চাপলে হতো তোমাদের কত রাগ। কিন্তু আজ হাহা না দিয়ে লাইক দিলে রেগে যাও। বাট আই ডোন্ট কেয়ার।

 

১০# ব্যবহৃত কনডম

ইয়ে, যাই হোক, আই ডোন্ট কেয়ার!

১৬১৩ পঠিত ... ২১:২২, নভেম্বর ১১, ২০১৯

Top