মুখের দুর্গন্ধের কথা কাউকে 'ভদ্রভাবে' বলার ১০টি দুর্দান্ত টেকনিক

২০০২ পঠিত ... ২২:১৫, অক্টোবর ৩০, ২০১৯

আমাদের পরিচিত এমন অনেকেই আছেন, যারা মুখ খুললে তাদের সামনে টেকা মুশকিল। না না, তারা যে খুব ঠোঁটকাঁটা বা সোজাসাপ্টা কথা বলেন সেজন্য নয়। তারা মুখ খুললেই যেন আপনার নাকের ওপর বড্ড প্রেশার পড়ে। হ্যাঁ, মুখের দুর্গন্ধ প্রসঙ্গেই বলা হচ্ছে। সাধারণত দেখা যায়, কারো মুখের দুর্গন্ধের কথা জানালে সেও যেমন, যে জানায় সেও বেশ বিব্রত বোধ করে। এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে মুখের দুর্গন্ধের কথা 'ভদ্রভাবে' বা একটু অন্যভাবে বলার উপায় ভেবেছে eআরকির নিয়মিত দাঁত ব্রাশ করা আইডিয়াবাজদের দল!

১# কী খাবেন, চা-কফি, না মাউথওয়াশ?

২# খুব বোর লাগছে, চলেন দাঁত মাজি।

৩# মিন্ট ফ্লেভারের চুইংগাম খেয়েছেন কখনও? দুর্দান্ত স্বাদ! চলেন খাই।

৪# চলেন একটা খেলা খেলি। খুব মজার খেলা। মুখোমুখি কথা না বলে চলেন আজকে আমরা উল্টো ঘুরে কথা বলবো।

৫# ভাই, পান খাবেন একটা? কড়া জর্দা দিলে মুখের কোন গন্ধ টের পাওয়া যায় না। দেই একটা?

৬# ভাই, পাঞ্জাবির রঙ না মিললেও, দাঁত দেখলে বোঝা যায় আপনিই আসল হিমু!

৭# ভাবী জানেন, সেদিন মার্কেটে দেখলাম নতুন মাউথ স্প্রে এসেছে। খুবই কম দাম! এরপরের বার গেলে আপনার জন্যও কি কিনবো?

৮# ভাই, মশা দেখছেন ঘরে? খুব বজ্জাত মশা। মুখ খুইলেন না, খুললেই টুপ করে এরা মুখের ভেতর ঢুকে পড়ে!

৯# ভাই, তিন বাঁদরের গল্পটা মনে আছে? একটার মুখে হাত, একটার কানে হাত, আরেকটার চোখে হাত? আসলে চার নাম্বার আরেকটা বাদর থাকা উচিৎ ছিলো, নাকে হাত!

১০# আপা, পাশের মেডিকেল সেন্টারে এক রোগী অপারেশনের আগে কোনো ওষুধেই অজ্ঞান হচ্ছে না। আপনি একটু সামনে গিয়ে হেসে দিয়ে আসবেন?

২০০২ পঠিত ... ২২:১৫, অক্টোবর ৩০, ২০১৯

Top