বাস্তব জীবনের এই ১০টি পরিস্থিতিতেও যদি আইসিসির নিয়মে শাস্তি হতো

১২১৫ পঠিত ... ২২:০৩, অক্টোবর ৩০, ২০১৯

গোপনীয়তা বজায় রাখাকে খুব সিরিয়াসভাবে সবাই দেখলেও মাঝে মাঝে তথ্য গোপন রাখার জন্যও শোচনীয় অনেক কিছুরই সম্মুখীন হতে হয়। সম্প্রতি গোপনীয়তা বজায় রাখার অপরাধে আইসিসির শাস্তির মুখোমুখি হলেন সাকিব আল হাসান, নিষিদ্ধ হলেন এক বছরের জন্য। সে যাই হোক, দৈনন্দিন জীবনে নানান ঝামেলা এড়াতে কিন্তু গোপন করতে হয় অনেক কিছুই। যদিও সব কিছু গোপন করাও যায় না, বিভিন্নভাবে কথ্যয় গর্ত থাকার দরুন ফাঁক ফোকর, চিপাচুপা, ডান-বাম দিয়ে বেরিয়ে যায় অনেক করুণ তথ্য। মানুষের জীবনের এমন তথ্য বের হয়ে গেলে সেক্ষেত্রেও যদি আইসিসির মতো শাস্তির নিয়ম থাকতো, কী হতো? কষ্ট করে আপনাকে ভাবতে হবে না, আমরাই ভাবার চেষ্টা করেছিলাম। আপনি জাস্ট দেখুন, তথ্য বেরিয়ে যাওয়ার অপরাধে আপনি কখনো এমন শাস্তি পেয়েছেন কি না বা পাওয়ার সম্ভাবনা আছে কি না!

 

১# টাকার বিনিময়ে বড় ভাইয়ের প্রেমিকার কথা লুকানোর প্রস্তাব বাসায় না জানানোয় বিয়ের উপর আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন ছোট ভাই।

২# পরীমনির পেজ থেকে টপ ফ্যান হওয়ার প্রস্তাব গোপন করায় ১৮ মাস জিরো ফেসবুক চালানোর শাস্তি পেলেন জয়া আহসানের পেজের টপ ফ্যান।

৩# ফোনের ইনবক্সে আসা গ্রামীণফোন সিম ব্যবহারের প্রস্তাব গোপন করায় চাকরি থেকে ১৮ মাসের জন্য অব্যাহতি পেলেন রবি কর্মকর্তা।

৪# 'সালাসা, মাসায়া, রুবায়া' ফেসবুক গ্রুপ থেকে ইনভাইটেশন পাওয়ার খবর গোপন করায় শোবার ঘরে অনুপ্রবেশে ১৮ মাসের নিষেধাজ্ঞা পেলেন মজিদ।

৫# ব্রাজিলভক্ত গার্লফ্রেন্ডের কাছ থেকে ব্রাজিল সাপোর্ট করার প্রস্তাব গোপন করায় আর্জেন্টিনা ফ্যান ক্লাব থেকে আজীবন নিষিদ্ধ হলেন আর্জেন্টিনাভক্ত।

৬# অন্য কোম্পানির কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাব গোপন করায় ১৮ মাসের জন্য অফিস থেকে নিষিদ্ধ হলেন কর্মী।

৭# ভিপিএন দিয়ে ইন্টারনেট চালানোর প্রস্তাব গোপন করায় ১৮ মাসের জন্য ইন্টারনেট সংযোগে নিষেধাজ্ঞা পেলেন।

৮# প্রাক্তনের ফিরে আসার প্রস্তাব গোপন করার ১৮ মাস নিয়ম করে তিনবেলা দেখা করার শাস্তি পেলেন প্রেমিক

৯# রকমারি থেকে বই কেনার প্রস্তাব গোপন করায় নীলক্ষেত থেকে আজীবন নিষিদ্ধ হলেন একজন নিয়মিত বইক্রেতা।

১০# অন্য সার্কেলের সঙ্গে ট্যুরে যাওয়ার প্রস্তাব গোপন করায় নিজের ক্লোজ ফ্রেন্ডসার্কেলে এক মাসের জন্য নিষিদ্ধ হলেন জনৈক ভার্সিটি ছাত্র।

১২১৫ পঠিত ... ২২:০৩, অক্টোবর ৩০, ২০১৯

Top