'মিরাজের নাম্বার' ডিলিট থেকে সেভ করা পর্যন্ত আরও যে ১০টি ফলোআপ নিউজ হতে পারতো

১৪৯৭ পঠিত ... ০০:০৭, অক্টোবর ২৭, ২০১৯

সম্প্রতি ক্রিকেটারদের ১৩ দফা দাবিতে ডাকা ধর্মঘটের সময় ধর্মঘটের সফলতার জন্য বিসিবি থেকে করা কারো ফোনই কোন ক্রিকেটার রিসিভ করেননি। বিসিবি প্রেসিডেন্ট পাপনও ফোন দিয়েছেন ক্রিকেটার মিরাজকে। কিন্তু ফোন ধরেননি তিনিও। বিসিবি কার্যালয়ে ক্রিকেটাররা আলোচনার জন্য আসলে ফোন না ধরার জন্য মিরাজকে হালকা ধমকের সুরে বকে দেন বিসিবি প্রেসিডেন্ট পাপন। এ সময় ফোন না ধরায় রাগ করে মিরাজের নাম্বার ডিলিট করে দিবেন বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট।

বিসিবি প্রেসিডেন্টের মিরাজের ফোন নাম্বার ডিলিট করে দেয়ার কথাকে কোট করে প্রায় সব কটি নিউজ পোর্টাল তাদের অনলাইন নিউজ করেন। তবে এর মধ্যে দি বাংলাদেশ টুডে পত্রিকা নিজেদের অনুসন্ধানী সত্ত্বাকে এগিয়ে নিতে চেয়েছেন আরো এক ধাপ। আজকেই তারা তাদের বিশেষ অনুসন্ধানী তথ্যের ভিত্তিতে তাদের অনলাইন ভার্সনে 'মিরাজের ফোন নাম্বার সেভ করলেন পাপন' শিরোনামে একটি খবর প্রকাশ করে। ফোন নাম্বার ডিলিট করা থেকে ফোন নাম্বার সেভ করার মাঝখানের ধাপগুলোই বা বাকি রইবে কেন? এই পুরো ঘটনাটিকে নিয়ে যদি কোন পত্রিকা ফলোআপ রিপোর্ট করতে চায় তাহলে কেমন হবে সে সব শিরোনাম? তাই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকি।


১# মিরাজের নাম্বার ডিলিট করার পর তাকে ফেসবুকেও ব্লক করলেন পাপন।

২# ডিলিট করার পরেও মিরাজের ইনকামিং কল টের পেতে ট্রু কলার ইন্সটল দিলেন পাপন।

৩# জাতীয় দলে জায়গা পেলেও পাপনের ফোনবুকে জায়গা পাচ্ছেন না মিরাজ।

৪# ডিলিট করার পরেও ইনবক্সে সাকিবের কাছে মিরাজের নাম্বার চাইলেন পাপন।

৫# মিরাজের ফোন নাম্বার পেতে দিশেহারা হয়ে পাপন কাকে কাকে ফোন করলেন? (অডিওসহ)

৬# মিরাজের নাম্বারের লাস্টের তিন ডিজিট ৭৮৪ কিনা তা জানতে সংবাদ সম্মেলন ডাকবেন পাপন?

৭# সিদ্ধান্তহীনতায় ভুগছেন পাপন; কোন নামে সেভ করবেন মিরাজের নাম্বার, মেহেদী নাকি মিরাজ?

৮# আবারও সিদ্ধান্তহীনতায় পাপন; বাংলায় নাকি বাংলিশে সেভ করবেন মিরাজের নাম্বার?

৯# জিমেইলে, ফোন মেমরিতে নাকি সিমে, পাপন কোথায় সেভ করলেন মিরাজের নাম্বার?

১০# নাম্বার সেভ করার পর মিরাজকে ফোন দিয়ে ২ মিনিট কথাও বলেছেন পাপন।

১৪৯৭ পঠিত ... ০০:০৭, অক্টোবর ২৭, ২০১৯

Top