এই ১০টি পপুলার পশুপাখি মোটিভেশনাল স্পিচ দিলে যেমন হতো

২১৯৩ পঠিত ... ১৯:৩৩, অক্টোবর ২৩, ২০১৯

বর্তমান যুগকে বলা হয় মোটিভেশনাল স্পিচের যুগ। আর কিছু চলুক না চলুক, মোটিভেশনাল স্পিচ অবশ্যই চলবে। চায়ের দোকানের মামা থেকে শুরু করে পাশের বাসার চাচী, সবাই যেন মোটিভেশনাল স্পিকার। আর মোটিভেশনাল স্পিকাররা তাই মোটিভেশন দিতে থাকেন অলোয়েজ মোটিভেটেড। সে যাই হোক, একটু ভাবুন তো, পশুপাখিরাও যদি মোটিভেশনাল স্পিচ দেয়া শুরু করে? কেমন হবে সেই স্পিচ, কী বলবে তারা? কয়েকটি পপুলার পশুপাখির সঙ্গে আলাপ করে কাম মোটিভেশন নিয়ে তার একটি রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করেছেন eআরকির পশুপাখি গবেষক দল। 

 

১# কোকিল

আমার নিজের কোনো বাসা নাই। তাতে কী সমস্যা? আমার ফ্রেন্ড কাক আছে, আমি তার বাসায় ডিম পাড়ি। মানুষ এ নিয়ে কত খারাপ কথা বলে! তাই বলে কি আমি থেমে গেছি? অবিরাম কাকের বাসায় ডিম পেড়ে যাচ্ছি। তোমাকেও এমনটা হতে হবে। নিন্দুকদেরকে কেয়ার করবা না।

 

২# ঘোড়া

এই যে আমাকে দেখছো, এখন সবাই আমাকে ঘোড়া বলে। আমার এনার্জি, আমার পাওয়ার নিয়ে কত রকম প্রশংসা! কিন্তু একটা সত্য কথা কি জানো, আমি একসময় গাধা ছিলাম! পিটুনি সব গাধাই খায়, কিন্তু সবাই কি ঘোড়া হতে পারে? যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, যতই গাধা হও না কেন, তুমি অবশ্যই ঘোড়া হতে পারবে...

 

৩# খরগোশ

জীবনে মাত্র একবার হেরেছি। সেটা মানুষ মনে রেখেছে। এটাই জীবন। মানুষ সবসময় তোমার খারাপটা মনে করিয়ে দিবে। কিন্তু তবু আমি তিড়িংতিড়িং দৌড়াচ্ছি। হেরে যাইনি... এখনো আমি যেকোনো কচ্ছপকে দৌড়ে হারানোর সাহস রাখি। তোমার ব্যর্থতা নিয়ে যতই গল্প প্রচলিত থাকুক, তোমাকে তৈরি করতে হবে নতুন গল্প...

 

৪# হাতি

আমি মরলেও লাখ টাকা। বাঁচলেও লাখ টাকা। তোমাকেও ঠিক এমনটি হতে হবে, যেন তোমার জীবিত অবস্থার তো বটেই, মৃত অবস্থারও আলাদা দাম থাকে...

 

৫# কুমির

আমি নাকি পা ছেড়ে লাঠিতে কামড় দিছিলাম। তাই বলে আমি বসে আছি? কামড়াচ্ছি না? আমার একই বাচ্চা সাতবার দেখিয়ে শিয়ালও আমাকে বোকা বানিয়েছে। তবু আমি দমে যাইনি। মনে রাখবে, চালাকদেরকে বারবার বোকা বানানো যায় না। এত গল্পের পরও, এখনো লোকে আমাকে ভয় পায়। এটাই আমার অর্জন।

 

৬# মশা

কামড়াতে থাকো। কষ্ট-ব্যর্থতাতে কামড় বসাও। মানুষের রক্তের মতো শুষে নাও সব সাফল্য। সবাই তোমার শত্রু হয়ে উঠবে, তোমাকে তাড়াতে কয়েল, এরোসল, ধুপ দেবে। তবে যদি তোমার লক্ষ্য ঠিক থাকে, এসবে কোনো কাজ হবে না, সফল তুমি হবেই...

 

৭# ইঁদুর

আমার মতো সদা সতর্ক হতে হবে। একটু বিপদের আওয়াজ পেলেই শা করে দৌড় দিতে হবে। কিন্তু দিনশেষে সব সমস্যা কুটুস কুটুস করে কাটতে হবে। পৃথিবীতে অনেক বাঘা বাঘা বিড়াল আছে, তারা সারাদিন আরাম আয়েশে কাটায়। কিন্তু দিন শেষে তারা দৌড়বে তোমার পেছনেই!

 

৮# ছাগল

পাগলে কি না বলে, ছাগলে কি না হয়। ছাগলের তিনবার বাচ্চা। আরও কত কি বলা হয় আমাকে নিয়ে। তবু আমার কাঁঠালপাতা চিবোনো কেউ বন্ধ করতে পেরেছে? কাঁঠালপাতার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। জীবনটা এরকমই। সবার সাথে তোমার সম্পর্ক ভালো থাকার দরকার নাই। যাকে দরকার হবে তার সাথেই যোগাযোগ রাখুন।

 

৯# কাক

ভাত ছিটাইলে নাকি কাকের অভাব হয় না। অথচ মানুষ সবচেয়ে বেশি সতর্ক থাকে কাদেরকে নিয়ে? আমাদেরকে। কখন তাদের মাথায় কিংবা পোশাকে ইয়ে করে। এটাই হোক তোমার দর্শন। অবহেলা করবে। কিন্তু তুমি এমন কিছু হবে যাতে করে সবাই তোমাকে নিয়ে তটস্থ থাকে।

 

১০# ময়ূর

তুমি হবা ইউনিক। ইউনিক হবে তোমার আইডিয়া। যাতে করে কাক ব্যাটার মতো কিছু ফাজিল তোমার পেখম (আইডিয়া) লাগিয়েও তোমার মতো না হতে পারে। তোমার পেখম তোমাকেই গড়ে তুলতে হবে।

বোনাস:
গন্ডার: মানুষ যাই বলুক। গায়ে মাখাবা না। বি লাইক মি।
সাপ: আমিই সম্ভবত সবচেয়ে বিখ্যাত! আমাকে নিয়ে কত প্রবাদ। কত সিনেমা। সবাই জানে আমি বিপদজনক, তবু দুধকলা দিয়ে কিন্তু আমাকেই পোষে! জাস্ট ফলো মি!
কুকুর: ঘেউ! ঘেউ! ঘেএএএএএউউউউউ...

২১৯৩ পঠিত ... ১৯:৩৩, অক্টোবর ২৩, ২০১৯

Top