'বাংলাদেশ বিশ্ব ফুটবলের রাজধানী' ফিফা সভাপতির এই বক্তব্যে মনে যে ১০টি প্রশ্ন জাগে

১২২৮ পঠিত ... ১৬:৪৭, অক্টোবর ১৭, ২০১৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের আমন্ত্রণে একদিনের শুভেচ্ছা সফরে বৃতহ্পতিবার ভোরে ঢাকায় এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় প্রথমবারের মতো ঢাকায় আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। উচ্ছ্বাস প্রকাশের এক পর্যায়ে তিনি বলেন, 'প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়।' (খবর: সময় নিউজ)

'বাংলাদেশ বিশ্ব ফুটবলের রাজধানী'? যে কারণেই হোক, এ কথা ফিফা সভাপতি কেমনে কইলেন? কথাটা শুনেই আমাদের মনে জেগেছে কিছু প্রশ্ন। দেখুন তো, আপনার মনেও এই প্রশ্নগুলো জাগে কিনা!


১# আমাদের সাংবাদিকরা ইনফান্তিনোর ইউরোপীয় একসেন্টে বলা ইংরেজি বক্তব্যের ঠিকঠাক অনুবাদ করতে গিয়ে ভুল করে বসেননি তো?

২# এদেশের আকাশে, বাতাসে উড়াউড়ি করা গুজবগুলো ইনফান্তিনোর নিশ্বাসের সাথে ঢুকে তাকে নেশাচ্ছন্ন করে দেয়নি তো?

৩# দেশে পা রাখার আগে কোনোভাবে বিশিষ্ট উন্নয়নদ্রষ্টা জনাব হাসান মাহমুদের সাথে ইনফান্তিনোর দেখা হয়ে যায়নি তো? কিংবা ঢাকায় পা দেয়ার পর পরই হাসান মাহমুদের নিশ্বাস এসে এনফান্তিনোর গায়ে লাগেনি তো?

৪# ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের দেশের অগণিত আশাবাদী মোটিভেশনাল স্পিকারদের কোন স্পিচ তিনি নিজ দেশ থেকে শুনে আসেননি তো?

৫# বঙ্গবন্ধু স্টেডিয়ামের অহরহ ভাঙ্গা চেয়ার দেখে 'একমাত্র ফুটবলের তীর্থভূমিতেই দর্শকরা উত্তেজনায় সব টুল ভেঙে রেখেছেন' ভেবে বসেননি তো?

৬# ছোটবেলার খেলোয়াড় শামীম ওসমানের ভাইরাল 'খেলা হবে' স্লোগানটি শুনে উনি ভেবে বসেননিতো, যে দেশে রাজনীতিবিদরাও খেলতে চায়, সে দেশ খেলার রাজধানী না হয়ে উপায় নেই!

৭# বিভিন্ন ইস্যুতে আমাদের দেশের পলিটিশিয়ানদের ইস্যুকে ফুটবলের মতো প্রতিপক্ষের অর্ধে পাঠিয়ে দেয়ার ব্যাপারে জেনে উনি বাংলাদেশকে একটি অল স্পোর্টস জাতি ভেবে বসেননি তো?

৮# বেফাঁস কথায় আমাদের দেশের সাংবাদিকদের আকর্ষণ সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে এসে ভাইরাল হওয়ার জন্য এমন বক্তব্য দেননি তো?

৯# আমাদের দেশে তেলের মূল্য সম্পর্কে জেনে চিকনে তেল মেরে কোন বিশেষ সুবিধা নিতে চাননি তো?

১০# আমাদের দেশের ফুটবল ক্লাব ও ক্যাসিনোগুলোর স্পোর্টসম্যানশিপ সাম্যবস্থান দেখে আবেগে বলে ফেলেননি তো?

বোনাস প্রশ্ন: 'eআরকি করেন' টিশার্টের লোভে উনি একটা উচ্চমার্গীয় eআরকি করে বসেননি তো?

১২২৮ পঠিত ... ১৬:৪৭, অক্টোবর ১৭, ২০১৯

Top