ক্যাসিনোর সরঞ্জামগুলো ধ্বংস না করে দৈনন্দিন যে ১৫টি সিদ্ধান্ত নিতে ব্যবহার করা যায়

৯৯৭ পঠিত ... ১৮:২৬, অক্টোবর ০৫, ২০১৯

রাজধানীর চার ক্লাবের ক্যাসিনোর ৩০টি লকার (সিন্দুক) ভেঙে সেগুলো থেকে টাকা, সরঞ্জাম ও মাদক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের অনুমতি নিয়ে মাদক ও ক্যাসিনো যন্ত্র ধ্বংস করা হবে বলে জানা গেছে। খবর: প্রথম আলো।

ক্যাসিনোর এসব সরঞ্জাম নিশ্চয়ই কেনা হয়েছে অনেক দাম দিয়ে। তাই সেগুলো একেবারে নষ্ট করে ফেলা তো টাকারই অপচয়। বরং সরঞ্জামগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করা হলে তারা দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে ক্যাসিনোর সরঞ্জাম? গরিবের ক্যাসিনোখ্যাত লুডু খেলতে খেলতে তা ভেবে বের করেছে eআরকির জুয়া-বিশেষজ্ঞ আইডিয়াবাজদের দল।

 

১# স্বামী-স্ত্রীর মধ্যে কে মশারি টাঙাবে তা নির্ধারণে।

২# বাসে কার আগে কে উঠবে।

৩# মেসের টয়লেটে কার সিরিয়াল আগে হবে।

৪# মেসে তরকারি না থাকলে ডিম আনতে কে নিচে যাবে।

৫# মিরপুর যাওয়ার সিদ্ধান্ত গ্রহণে, মানে মিরপুর কি শেওড়াপাড়া দিয়ে যাবে নাকি শ্যামলী-এক নাম্বার হয়ে যাবে...

৬# কাচ্চির সাথে কোনটা নেবো, বোরহানি নাকি পেপসি।

৭# গ্রুপ ট্যুরে কি বান্দরবান যাওয়া হবে, নাকি কক্সবাজার।

৮# পাত্র হিসেবে বিসিএস ক্যাডার ভালো হবে, নাকি ব্যবসায়ী।

৯# ক্রাশকে অনলাইনে দেখলে নক দিবো নাকি দিবো না।

১০# ফেসবুকে চলমান ইস্যুর পক্ষে লিখবো নাকি বিপক্ষে

১১# ছবির ক্যাপশনে জয় গোস্বামীর কবিতা দিবো নাকি পূর্ণেন্দু পত্রীর।

১২# ডায়েট প্ল্যান কাল থেকে শুরু করবো নাকি পরশু থেকে।

১৩# শাড়ির সাথে চুল খোঁপা করা থাকবে নাকি ছেড়ে দেয়া থাকবে।

১৪# জ্যামের মধ্যে বাস থেকে নেমে হাঁটা দেবো নাকি জ্যাম ছাড়ার অপেক্ষায় বসে থাকবো...

১৫# eআরকির পোস্টে লাভ দেবো নাকি হাহা দেবো...

৯৯৭ পঠিত ... ১৮:২৬, অক্টোবর ০৫, ২০১৯

Top