যে ১২টি সম্ভাব্য কারণে ৭১ বছর বয়সেও ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান

২২০৭ পঠিত ... ১৯:২৭, অক্টোবর ০৪, ২০১৯

তামাকের বিকল্প ‘টেন্ডু পাতা’ থেকে শুরু করে তৈরি পোশাকের ব্যবসা করেছেন। বিড়ি শ্রমিক লীগ, জাতীয় পার্টির যুব সংগঠন, আওয়ামী লীগ করেও লম্বা সময় ছিলেন পেছনের কাতারে। অবশেষে যুবলীগ ওমর ফারুককে নিয়ে গেছে শীর্ষে, ৬৪ বছর বয়সে হয়েছেন যুবলীগের চেয়ারম্যান। অথচ যুবলীগের ইতিহাসে এর আগে ৫০ বছরের বেশি বয়সী কেউ চেয়ারম্যান হননি। 'যুব'লীগ চেয়ারম্যান ওমর ফারুকের বর্তমান বয়স ৭১! ওদিকে ২০১৭ সালের জাতীয় যুবনীতি অনুসারে, ‘১৮ থেকে ৩৫ বছরের বয়সের যেকোনো বাংলাদেশি নাগরিক যুব হিসেবে গণ্য হবে।’ তথ্যসূত্র: প্রথম আলো।

যুবাদের যে লীগ, তাই তো যুবলীগ হওয়ার কথা। যুবলীগের যে চেয়ারম্যান, সে হিসেবে তারও যুবকই হওয়ার কথা। তবে ৭১ বছর বয়সেও ওমর ফারুক কীভাবে 'যুব'? ভাবতে চেষ্টা করেছিল eআরকির যুব-eআরকিকদের দল।

অলংকরণ: তুলি (প্রথম আলো থেকে)


১# তিনি আসলে শেষ থেকে শুরু তরিকায় বিশ্বাসী। ১০০ বছরকে শুরু স্ট্যান্ডার্ডে ধরেছেন। সেই হিসেবে ওনার বয়স মাত্র ২৯। টগবগে যুবকই বটে।

২# 'বয়স কেবলই একটি সংখ্যা মাত্র'! দিনের পর দিন ফেসবুকে, এখানে, সেখানে, পত্রিকার পাতায়, মোটিভেশনাল স্পিকারদের মুখে শুনতে শুনতে উনি এই বাক্যের উপর দৃঢ় বিশ্বাস এনে ফেলেছেন। উনি বাকি জীবন যুবকই থাকবেন।

৩# ওনার মন এখনো যুবক কি না, এটা জানার জন্য উনি অনন্ত জলিলের মতো বুক থেকে খামচি দিয়ে মনকে বের করে দেখতে চেয়েছেন। কিন্তু মনের সাথে জোর করে পারেননি। এরপর উনি সিদ্ধান্ত নিয়েছেন, ওনার মন এখনো যুবক।

৪# উনি সম্ভবত 'পন্ডস এইজ মিরাকল' ব্যবহার করেন। সেজন্য বয়সটা এতদিন ওনার চোখেও ধরা পড়েনি। কর্তৃপক্ষের চোখেও ধরা পড়েনি। কী মিরাকল ব্যাপার!

৫# 'আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে' এই গানের মতো উনারও বয়স বাড়েনি। বয়স অবৈধভাবে ওনার উপর এসে পড়েছে। সেটাকে উনি কেন মানবেন!?

৬# উনি কবি! রাজনৈতিক কবি। কবিদের কখনো বয়স হয় না।

৭# বাংলাদেশের যুবকেরা ইউটিউবার হয়, উদ্যোক্তা হয়, অ্যাথলেট হয়। কিন্তু পলিটিকসে তেমন কেউ আসতে চায় না। এই কারণে দেশে পলিটিক্যাল যুবকদের এই সংকট কাটানোর জন্য নিজেকে যুবক দাবি করেন।

৮# কানের কাছে সারাক্ষণ 'সহমত ভাই' শুনতে শুনতে উনি যে এতদিনে 'সহমত কাকু' হয়ে গেছেন, সেটা খেয়াল করেননি। খেয়াল করলেও এত এত সহমত ভাইদের কথাকে অবিশ্বাস করতে পারেননি।

৯# উনি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে বিশ্বাসী। উনার বয়স হয়তো আমরা ৭১ দেখছি। কিন্তু কোথাও না কোথাও, ক্ষমতার সাপেক্ষে উনি ২৫ বছরের যুবক।

১০# উনি ঘুমে থাকলেও ওনার হিসেব থাকে। ৭১ বছরের জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়েছেন। ফলে ওনার আসল বয়স ৩৫ বছর ৬ মাস। বাকিটা সুদ। সুদ খাওয়া ও হিসেব করা দুইটাই হারাম।

১১# উনি হয়তো জয়া আহসানের তুমুল ফ্যান। নিয়মিত তার পোস্টে লাইক-লাভ দেন। কথিত আছে যে, জয়া আহসানের পোস্টে যারা নিয়মিত লাইক-লাভ দেয়, তাদেরও বয়স বাড়ে না।

১২# হতে পারে উনি যেখানে থাকেন, সেখান থেকে ডাইনে তার চাচার বাড়ি, বামের দিকে পুকুরঘাট। উনি তা নিয়ে অনেক বেশি ভাবেন। হয়তো সেই ভাবনায় বয়স তাহার বাড়ে না...

২২০৭ পঠিত ... ১৯:২৭, অক্টোবর ০৪, ২০১৯

Top