এত মানুষ এখানে দাঁড়িয়ে কী দেখছেন? জেনে নিন সম্ভাব্য ১০টি উত্তর

১৩৫২ পঠিত ... ২২:২৯, সেপ্টেম্বর ২৫, ২০১৯

বাংলাদেশে কোথাও প্রকাশ্যে কিছু একটা হচ্ছে অথচ সেটার কোন দর্শক নেই, তেমন নমুনা খুঁজে পাওয়া দুষ্কর। ঝগড়া, মারামারি, ক্যানভাসারের মোটিভেশনাল স্পিচ, নির্মাণকাজ থেকে শুরু করে ধ্বংসযজ্ঞ যেকোনো ঘটনাতেই পাওয়া যাবে অগণিত দর্শক। বেশ কয়েক বছর ধরেই ঢাকা শহরে চলছে মেট্রোরেল নির্মাণের কাজ। সুবিশাল এই কর্মযজ্ঞ ছড়িয়ে আছে ঢাকার আনাচে কানাচে। এই নির্মাণকাজের দর্শক মোটেই কম না। তেমনি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ফার্মগেটের কোন একটি ওভারব্রিজ থেকে ভবিষ্যত মেট্রোরেলের দিকে তাকিয়ে আছেন বেশ অনেক মানুষ।

তবে আসলেই কি তারা মেট্রোরেলের কাজ দেখছেন? নাকি অন্য কিছু? বিভিন্ন শ্রেণী-পেশার এই মানুষগুলো ওভারব্রিজে দাঁড়িয়ে কী দেখছেন, সেটা ভেবে বের করার চেষ্টা করছেন eআরকির কর্মহীন কিছু সদস্য। 

১# এখানে খোঁড়াখুঁড়ি দেখে হয়তো তারা ভাবছেন, এখানে কৃষিকাজ হচ্ছে। তাই হাতে কলমে কৃষিশিক্ষা ক্লাস করতে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।

২# ছাই ওড়ালে অমূল্য রতন যেমন পাইলেও পাওয়া যেতে পারে, ধুলা ওড়ালেও তেমন কিছু পাওয়া যায় কিনা, তা অত্যন্ত মনোযোগ দিয়ে অবলোকন করছেন।

৩# কেঁচো খুঁড়তে সাপ বের হয়, তাই মেট্রোরেল খুঁড়তে ডাইনাসোর বের হয় কিনা, সেটা পরীক্ষা করছেন।

৪# ট্রান্সফর্মার সিনেমার মতো ক্রেনগুলো রোবটে ট্রান্সফর্ম হয়ে মারামারি করে কি না, তা দেখার জন্য অপেক্ষা করছেন।

৫# মেট্রোরেলের টাকা দিচ্ছে জাপান। এর মানে মেট্রোরেলের কাজ জাপানি প্রযুক্তিতেই হওয়ার কথা। সারাজীবন শুনে আসছেন ‘জাপানি প্রযুক্তি’ কিন্তু হয়তো দেখা হয়নি। তাই জাপানি প্রযুক্তি আসলে কেমন সেটা স্বচক্ষে দেখতে এসেছেন।

৬# বিদেশ থেকে ঋণ নেওয়া টাকার সঠিক ব্যবহার হচ্ছে কি না সেটার তদারকি করতে এসেছেন। 

৭# মেট্রোরেলের কাজের সময় ব্রিজে যে ভাইব্রেশন সৃষ্টি হয়, সেটি উপভোগ করতে এসেছেন। 

৮# মেট্রোরেল হয়ে গেলে তো আর ওভারব্রিজ থাকবে না। তাই ভবিষ্যতের কথা ভেবে ওভারব্রিজে কিছু শেষ স্মৃতি সংরক্ষণ করছেন।

৯# মেট্রোরেলের কাজে ব্যবহৃত ক্রেনকে তারা ‘ওয়াল-ই’ সিনেমার ওয়াল-ইর বড় ভাই ভেবে থাকতে পারেন। হয়তো ওয়াল-ই সিনেমার সিকুয়্যালের শুটিং হচ্ছে, তা ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখার চেষ্টা করছেন!

১০# ‘একটি ক্রেনের এক ‘আঁচড়’-এ দেড় টন মাটি উঠে আসলে মেট্রোরেলের গতি কতো?’ এমন একটি অংক করছেন।

১৩৫২ পঠিত ... ২২:২৯, সেপ্টেম্বর ২৫, ২০১৯

Top