প্রসূন হালদারের আঁকা 'স্ট্যাম্প সাইজ' ছবির সিরিজ 'মিনিয়েচার পোর্ট্রেট পেইন্টিং'

১০৮৭ পঠিত ... ২০:৫৪, সেপ্টেম্বর ০৮, ২০১৯

স্টুডিওতে গিয়ে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি আমাদের প্রায়শই তুলতে হয়। আবার অনেকেই নিজের বা প্রিয়জনের পোর্ট্রেট ছবি আঁকিয়ে নেন। কিন্তু যদি বলি পাসপোর্ট সাইজের পোর্ট্রেট! অবাক হবেন নিশ্চয়ই? এই কাজটিই করেছেন আর্টিস্ট প্রসূন হালদার। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী প্রসূন হালদার বিভিন্ন মাধ্যমে অনেক রকম ছবি এঁকে থাকেন। এক্রেলিক, ওয়াটার কালার কিংবা স্রেফ স্কেচিং সব মাধ্যমেই তিনি চমৎকার সব ছবি এঁকেছেন। সেসবের বাইরে এবার তিনি এঁকেছেন মানিব্যাগ বা ওয়ালেটে নিয়ে ঘুরে বেড়াবার সাইজের পোর্ট্রেট। অধিকাংশ ছবি পাসপোর্ট সাইজের হলেও একটি ছবি এঁকেছেন স্ট্যাম্প সাইজে। আর অন্য একটি ছবি লম্বায় দেড় সেমি ও প্রস্থে মাত্র ১ সেমি। 

আর সিরিজটির নাম দিয়েছেন ‘মিনিয়েচার পোর্ট্রেট পেইন্টিং’। আইনস্টাইন, ফ্রিদা কাহলো, হুমায়ূন আহমেদ, মাইকেল জ্যাকসন কিংবা মেরিলিন মনরোর মতো বিখ্যাতদের ছবি যেমন এঁকেছেন, তেমনি এঁকেছেন আশেপাশের মানুষদের ছবিও। দেখে নিন প্রসূন হালদারের আঁকা ছোট্ট পোর্ট্রেটগুলো। প্রসূনের আরও অনেক আঁকাআঁকি দেখতে চোখ রাখতে পারেন তার ফেসবুক পেজ প্রসূন’স পোর্টফোলিও। 

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

 

#১১

 

প্রসূনের মিনিয়েচার পোর্ট্রেট আঁকার কর্মপ্রক্রিয়াটি কতটা সূক্ষ্ম তা বুঝতে দেখে নিতে পারেন ভিডিওটি- 

 

 

১০৮৭ পঠিত ... ২০:৫৪, সেপ্টেম্বর ০৮, ২০১৯

Top