ক্রাশ পাত্তা না দিলে ছেলেটিকে যে ১০ রকম অভিশাপ দিতে পারেন

৩৩৪৩ পঠিত ... ২১:১৭, সেপ্টেম্বর ০৪, ২০১৯

হুটহাট কারো উপর ক্রাশ খেয়ে যাওয়া এক নিত্য নৈমত্তিক ঘটনা আমাদের জীবনে। তবে ক্রাশ নাহয় সহজেই খেয়ে ফেলা যায়, কিন্তু তারপর? তারপরের সময়টা বেশ কঠিন। অধিকাংশ সময়েই মুখ ফুটে বলা যায় না, ক্রাশ খাওয়ার কথা। আকারে-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে বুঝিয়েই ফেলেন ক্রাশের ব্যাপার। তখন শুরু হয় আরেক বিপত্তি, ক্রাশের পাত্তা না পাওয়া। 

এই কঠিন সময়ে প্রত্যেকের মনেই অবর্ণনীয় ক্ষোভের মেঘ এসে ভিড় করে। তখন নিজেকে শান্ত করতে নিজ মনেই ক্রাশের উদ্দেশে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলে থাকেন অনেকে। অনেকেই দিয়ে থাকেন নানাবিধ অভিশাপ। ক্রাশ পাত্তা না দিলে ভাঙা মন নিয়ে যেসব অভিশাপ দেওয়া যেতে পারে, সেসবই জানিয়েছেন সুমাইয়া কাফী লিজা

 

১# বিশাল বড় স্ট্যাটাস লেখার পর পোস্ট করার আগেই যেন সেটা ডিলিট হয়ে যায় আর রিকভার করার কোনো উপায় না থাকে।

২# বাসে উঠার পরে যেন মনে পড়ে ইয়ারফোন বাসায় রেখে এসেছে।

৩# ইয়ারফোন আনলে সেটার যেনো একটা কান নষ্ট হয়ে যায় আর ফড়ফড় করে আওয়াজ বের হয়।

৪# ফরমাল/স্যুট পরে ফুলবাবু হয়ে চাকরির ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় যেন তার গাএ কাক ঘটনা ঘটায় ফেলে।

৫# ক্রাশের ক্রাশও যেনো তাকে পাত্তা না দেয়, দিলেও যেন অল্পদিনের মধ্যেই তার ক্রাশ কোন বিসিএস ক্যাডারকে বিয়ে করে ফেলে!

৬# তার পিসির হার্ডডিস্ক ক্র্যাশ করে কোয়ালিটিফুল নান্দনিক সব ভিডিও যেন ধ্বংস হয়ে যায়!

৭# ক্রাশের ইন্সটাগ্রাম, ফেসবুকের সব সুন্দরী সিঙ্গেল মেয়েরা যেনো দ্রুত মিঙ্গেল হয়ে যায়।

৮# রাত তিনটায় সিগারেটের জন্য হাহাকার শুরু হলে যেনো কোথাও সিগারেট না পায়, কোনো এক আধ টুকরা পেলেও যেনো লাইটার না পায়, লাইটার পেলেও যেন নষ্ট থাকে।

৯# রাস্তায় হাঁটার সময় কোনো মেয়েকে ঘাড় ঘুরিয়ে দেখার সময় যেনো সেই বাঁকা ঘাড় আর সোজা না হয়।

১০# ঘুম থেকে উঠে যেন দেখে তার প্যান্টে/লুঙিতে বাসার কোনো দুষ্টু পিচ্চি ফেভিকল ঢেলে দিয়ে গেছে!

৩৩৪৩ পঠিত ... ২১:১৭, সেপ্টেম্বর ০৪, ২০১৯

Top