ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফার বন্ধুদের যে ১৫টি কথা শুনতেই হয়

১০১৩ পঠিত ... ২০:২৮, আগস্ট ১৯, ২০১৯
আপনি যদি ফটোগ্রাফার হন, আপনার বন্ধুবান্ধবের ছবি নিশ্চয় আপনাকেই তুলতে হয়! তবে, কাজটা মোটেও সোজা নয়। এজন্য শুনতে হয় নানান আপত্তি, নানান আবদার, নানান রকম নির্দেশনা! চলুন, দেখে নেয়া যাক ফটোগ্রাফার বন্ধুদের ছবি তোলার সময় কী কী কথা শুনতে হয়। ফটোগ্রাফার ভাই-বোনেরা, এসব কষ্টের কথা আপনারা তো জানেনই...
 
 

১) আমাকে তো বাজে লাগতেছে, আরেকটা তোল!

২) একটু ঝাপসা হইছে… ঠিকমতো তোল!

৩) অ্যাংগেলটা একটু এইদিকে চাপায় করলে ভালো হইতো না?

৪) এইটা ডিলিট দে, মোটা লাগতেছে এইটায়...

৫) কী পোজ দিব?

৬) ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ঘোলা হয় না?

৭) এত কালো লাগে কেন? লাইট বাড়াও।

৮# একটা প্রোফাইল পিকচার তুলে দে, ক্যাপশনে মেনশন দেবো।

৯# সুন্দর একটা ক্যান্ডিড তুলে দে।

১০# এটার এডিট সুন্দর হয় নাই, আবার এডিট করে দে।

১১# থাক, আমিই ক্যান্ডি ক্যাম দিয়ে এডিট করে নিবোনে।

১২# একটা ছবিও ডিলিট করবি না, সব ছবি দিবি!

১৩# কী ছবি তুললি, একটাও তো ভালো আসে নাই।

১৪# আজকে রাতেই ছবি দিবি, এক্ষুনি দিবি, এই মুহূর্তে দিবি…

১৫# ফ্ল্যাশ দিয়ে ছবি তোল, ভালো আসবে

১০১৩ পঠিত ... ২০:২৮, আগস্ট ১৯, ২০১৯

Top