মশা নিধন করতে তারা রাস্তায় ঝাড়ু দিচ্ছেন কেন? জেনে নিন সম্ভাব্য কয়েকটি কারণ

৫০৪ পঠিত ... ১৬:০০, আগস্ট ০৫, ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে 'মশা নিধন' সংক্রান্ত সচেতনতা সৃষ্টির জন্য গত ২ আগস্ট এফডিসির ভেতরে ও বাইরের রাস্তায় ঝাড়ু দেন শিল্পী ও কলাকুশলীরা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সেখানে দেখা যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেত্রী অঞ্জনা, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, রোজিনা, খলনায়ক ডিপজল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নতুন সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ফেরদৌস, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, সাইমন, আঁচলসহ নানান পরিচিত মুখ।

এই কর্মসূচির ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। তারকারা দাবি করেছেন, এটি ছিল একটি 'প্রতীকী' কর্মসূচি। কিন্তু ঝাড়ু দেয়ার সাথে এডিস মশা নিধন কীভাবে সম্পর্ক কিংবা ঝাড়ু কিসের প্রতীক, তা ভেবে কোনো কূলকিনারা করতে পারেনি কেউই।

মশা মারা বা ডেঙ্গু বিষয়ে সতর্কতা সৃষ্টির জন্য তারা পরিষ্কার রাস্তায় কেন ঝাড়ু দিচ্ছিলেন, তা আমাদের জানা নেই। আমরা তাই এই কর্মকান্ডের অন্তর্নিহিত কারণ জানতে চেষ্টা করেছিলাম। আমাদের কৌতূহল পূরণে সাড়া দিয়েছেন eআরকির পাঠকেরা, তারাও খুঁজে বের করেছেন এই ঝাড়ু কর্মসূচির সম্ভাব্য কিছু কারণ।

 

১# রাস্তায় এমনিতেই এত জ্যাম থাকে, তার উপর যদি মশার কামড় খেয়ে রাস্তার ডেঙ্গু হয়? তাই ঝাড়ুগুলোতে মশাপ্রতিরোধক 'ওডোমস' মাখিয়ে তা রাস্তায় লেপে দেয়া হচ্ছে।

২# গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে, মশারা মানুষের বিরুদ্ধে মশাবন্ধন করতে রাস্তায় নেমেছে। আর উনারা হচ্ছেন ঝাড়ুবাহিনী, যারা মশাবন্ধন প্রতিরোধে নেমেছেন ঝাড়ু হাতে। (সায়ন্তন ভট্টাচার্য)

৩# মশা আসলে রাস্তায় শুয়ে থাকে। রাস্তা দিয়ে ভিআইপি যাবার সময় যেন তাদের গাড়ির exhaust system এর ভেতর দিয়ে মশা ঢুকে গাড়ির ভেতরে গিয়ে তাদেরকে কামড়াতে না পারে, সেজন্যেই এই ব্যবস্থা। (মাহাদী হাসান)

৪# ডেঙ্গু নিয়ে নতুন মুভি বানানো হবে। ওনারা অডিশন দিতে এসেছেন। (আদনান আহমেদ)

৫# ঝাডুগুলো আকারে অনেক বড়, তাই পাকা রাস্তায় ঘসে ছোট করা হচ্ছে। যাতে ওনারা পরে অন্য কাজে ব্যবহার করতে পারেন। (নুরুল আমিন)

৬# ডেঙ্গু আসলে জ্বিন-ভূতের আছরে হয়। তাই ওঝারা সবাই মিলে ঝাড়ু দিয়ে জ্বিন-ভূত তাড়াচ্ছে। (গাজী রাজীব)

৭# মশারা আসলে রাস্তাঘাটে বসবাস করে। ইদানিং দেশের রাস্তা গুলা নোংরা হয়ে যাওয়ার কারণে মশাদের বাসস্থান হুমকির মুখে পড়েছে। তাই তারা যখন তখন মানুষের ঘরে ঢুকে মানুষকে কামড়ায়। এইজন্যই উনারা রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন যাতে মশারা রাস্তায় শান্তিতে বসবাস করতে পারে। (শামসুল আরেফিন)

৮# এক গবেষণায় দেখা গেছে, ধুলাবালির কারণে শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগে প্রচুর ডেঙ্গু মশা মারা যাচ্ছে। তাই উনারা পরিষ্কার রাস্তায় ঝাড়ু দিয়ে ধুলাবালি উড়িয়ে ডেঙ্গু মশার মারার ব্যবস্থা করতেছে।

৯# মশাকে অসহ্য মানসিক যন্ত্রণায় ফেলে দেয়ার জন্য, যেন তারা এ দৃশ্য দেখে সুইসাইড করে। (শামস আহসান)

১০# এডিস মশা রাস্তায় ডিম পাড়ে বলে তাদের মনে হয়। তাই ডিমগুলো ফাটিয়ে দেয়া হচ্ছে। (আজমিন জামান নুপুর)

১১# সিটি কর্পোরেশন অলরেডি ঢাকার সব মশা মেরে ফেলেছে। উনারা তাই রাস্তা থেকে মশার লাশ সরাচ্ছেন। (সাদাত বিন করিম)

৫০৪ পঠিত ... ১৬:০০, আগস্ট ০৫, ২০১৯

Top